অনলাইন
খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি
স্টাফ রিপোর্টার
(১ বছর আগে) ২৫ জুন ২০২৪, মঙ্গলবার, ১:০১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১০ পূর্বাহ্ন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় আংশিক অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকার কেরানীগঞ্জ কারাগারে অবস্থিত ৩ নম্বর বিশেষ জজ আদালতের (অস্থায়ী) বিচারক আলী হোসাইনের আদালতে খালেদা জিয়ার অব্যাহতির আবেদনে শুনানির জন্য দিন ধার্য ছিল। খালেদা জিয়া অসুস্থ থাকায় এদিন শুনানি পেছানোর আবেদন করেন তার আইনজীবীরা।
তবে আদালত এদিনই অভিযোগ শুনানি করতে বলেন। এরপর আংশিক অভিযোগ শুনানি অনুষ্ঠিত হয়। পরবর্তী শুনানির জন্য আদালত আগামী ১০ই জুলাই দিন ধার্য করেন। বেগম খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভুইঁয়া এসব তথ্য জানান।
মামলাটির ১৫ জন আসামির মধ্যে ১৪ জনের অব্যাহতির বিষয়ে শুনানি শেষ হয়েছে। গত ২৪শে জানুয়ারি খালেদা জিয়ার অব্যাহতি চেয়ে শুনানি শুরু হয়।
পাঠকের মতামত
কমেন্ট করে লাভ নাই এই পত্রিকাত কিছুই প্রকাশ করে না