খেলা
‘অঘটন বলে আফগানিস্তানকে অসম্মান করবেন না’
স্পোর্টস ডেস্ক
২৪ জুন ২০২৪, সোমবার
ওয়ানডে বিশ্বকাপে কাছাকাছি গিয়েও পারেনি। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিলো আফগানিস্তান। যে কোনো বিশ্বকাপ তো বটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে যে কোনো সংস্করণেই এটাই আফগানদের প্রথম জয়। এই ম্যাচের পর বার্তা সংস্থা এএফপি শিরোনাম করে, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ-যাত্রা বাঁচিয়ে রাখতে অস্ট্রেলিয়াকে অঘটনের শিকার বানালো আফগানিস্তান।’ তবে ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর এটিকে অঘটন মানতে নারাজ। গতকাল আগে ব্যাটিং করে ১৪৮ রান করে আফগানিস্তান। এরপর অস্ট্রেলিয়াকে ১২৭ রানে গুটিয়ে ২১ রানের ঐতিহাসিক জয় পায় তারা। ক্রিকেট বিশ্বের অনেকেই অঘটন হিসেবেই দেখছেন। ছয়টি ওয়ানডে আর একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা দলের বিপক্ষে কোনো বিশ্বকাপের সেমিফাইনালেও উঠতে না পারা দলের কাছে জয় বলে কথা! তবে ওয়াসিম জাফর এক্ষেত্রে ব্যতিক্রম। তার মতে এটিকে অঘটন বলা মানে আফগানিস্তানের কীর্তিকে খাটো করে দেখা। ভারতের হয়ে ৩১ টেস্ট ও ২ ওয়ানডে খেলা এই ব্যাটার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘এটাকে অঘটন বলে আফগানিস্তানকে অসম্মান করবেন না।’ ওয়াসিম জাফর লিখেছেন, ‘নিজেদের দিনে আফগানরা যেকোনো দলকে হারানোর জন্য যথেষ্ট ভালো। আজ তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পেরেছে এবং খুব ভালো অস্ট্রেলিয়া দলকে হারিয়েছে। এটা উদযাপন করা উচিত। অভিনন্দন, ভালো খেলেছো।’ অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ছিল আফগানদের জন্য বাঁচা-মরার লড়াই। হারলেই বাদ পড়তে হতো বিশ্বকাপ থেকে। তবে এমন ম্যাচেই দারুণ জয়ে এখন সেমিফাইনালের স্বপ্নও দেখছেন রাশিদ খান-গুরবাজরা।