দেশ বিদেশ
খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ নেই-আইনমন্ত্রী
স্টাফ রিপোর্টার
২৪ জুন ২০২৪, সোমবারবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে আইনে কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, এখন পর্যন্ত আমরা জানি যে, বেগম খালেদা জিয়ার হৃদরোগের চিকিৎসার জন্য পেসমেকার স্থাপনের প্রক্রিয়া চলছে। তাকে বিদেশে নেয়ার কোনো আবেদন পাইনি। গতকাল ঢাকায় বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সিনিয়র সহকারী জজ এবং সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য রিফ্রেশার কোর্সের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়ার কারাদণ্ড একটি নির্বাহী আদেশে স্থগিত করা হয়েছে এবং সেই আইনে তাকে বিদেশে নেয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক দিক থেকে তার অসুস্থতার বিষয়টি বিবেচনা করায় ২০২০ সালের ২৫শে মার্চ তিনি কারাগার থেকে মুক্তি পান। মন্ত্রী বলেন, আইনের ভিত্তিতেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর অনুমতি দেয়া যায় না। নির্বাহী আদেশটি একটি আইনের ভিত্তিতে দেয়া হয়েছে। আমি আইনের বক্তব্যে বলছি। নির্বাহী আদেশটি যে আইনের ভিত্তিতে দেয়া হয়েছে সেই আইনে এখন তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়া যায় না। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। এদিকে দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছেন খালেদা জিয়া। এ অবস্থায় গত শুক্রবার রাতে ফের হঠাৎ করে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। শারীরিক অসুস্থতার কারণে ভোরেই এম্বুলেন্সে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি রয়েছেন।