খেলা
হ্যাটট্রিক হয়েছে বুঝতে পারেননি প্যাট কামিন্স!
স্পোর্টস ডেস্ক
২২ জুন ২০২৪, শনিবার
বৃষ্টি আইনে বাংলাদেশকে ২৮ রানে হারানোর দিনে হ্যাটট্রিক হয়েছে বুঝতেই পারেননি প্যাট কামিন্স। ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন এ কথা। নিজের পরপর দুই ওভারের টানা ৩ বলে উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে অল্পতেই থামিয়ে দেন এ অজি পেসার। ১৮তম ওভারের পঞ্চম বলে মাহমুদউল্লাহ রিয়াদকে বোল্ড করেন এবং শেষ বলে শেখ মেহেদী হাসানকে থার্ডম্যান অঞ্চলে ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। এরপর ২০তম ওভারে এসে প্রথম বলে তাওহিদ হৃদয়কে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। এবারের বিশ্বকাপে এটি হ্যাটট্রিক। প্রথম অর্জনের মুহূর্তে বিষয়টি মনে ছিল না কামিন্সের।
ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার নিতে গিয়ে কামিন্স বলেন, ‘আসলে আমি জানতাম না হ্যাটট্রিক হয়েছে। আগের ওভারে আমি স্ক্রিনে দেখেছিলাম। পরের ওভারে বল করতে গিয়ে বেমালুম ভুলে গেলাম। আমার মনে হয় (মার্কাস) স্টয়নিস দৌড়ে এসে উদযাপন করলো। হ্যাঁ ভালো লাগলো।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি সব মিলিয়ে সপ্তম হ্যাটট্রিক। এর বাইরে চতুর্থ অস্ট্রেলিয়ান হিসেবে হ্যাটট্রিক পেয়েছেন কামিন্স। এই সংস্করণে দলটির বোলারদের চারটি হ্যাটট্রিকের তিনটিই এসেছে বাংলাদেশের বিপক্ষে। ব্রেট লি ও নাথান এলিসের পর এবার করলেন কামিন্স।