অনলাইন
সুনামগঞ্জে ফুডপ্যাক বিতরণে গোলাম পরওয়ার
ত্রাণ অপ্রতুলতায় বন্যার্তদের দুর্ভোগ ক্রমশই বেড়ে চলেছে
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ২১ জুন ২০২৪, শুক্রবার, ৫:২১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১০:২৮ পূর্বাহ্ন

সরকারি ত্রাণ তৎপরতার অপ্রতুলতায় বন্যার্তদের দুর্ভোগ ক্রমশই বেড়ে চলেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার সুনামগঞ্জ পৌরসভার মোহাম্মপুর এলাকার বন্যা আশ্রয় কেন্দ্রে, সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের হালুয়ারগাও গ্রামে, শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার ও ছাতক উপজেলার কালারুকা এলাকাসহ জেলার বিভিন্ন বন্যা কবলিত স্থান পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী (ফুডপ্যাক) বিতরণকালে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, সীমাহীন জেল-জুলুম-নির্যাতন, নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে হত্যা, হামলা-মামলা সত্ত্বেও জামায়াত আর্ত মানবতার কল্যাণে সর্বদা কাজ করে যাচ্ছে। সুনামগঞ্জের বন্যার্ত মানুষের পাশে দাঁড়াতে আমরা সুদূর ঢাকা থেকে সাধ্যমত উপহার সামগ্রী নিয়ে এসেছি। আমরা বাংলাদেশি, আমরা ভাই ভাই। তাই আপনাদের এই দুর্যোগপূর্ণ সময়ে দূরে থাকতে পারিনি। বিবেকের টানে মানবতার আহ্বানে সাড়া দিতেই আপনাদের পাশে এসেছি। এই ফুডপ্যাক কোন করুনা নয় বরং ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্বের অংশ। বন্যার এই বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা হাওরপাড়ের মানুষের জন্য খুবই কঠিন। এবিষয়ে সরকারের পাশাপাশি সামর্থবানদের এগিয়ে আসতে হবে। জামায়াত যে কোন দুর্যোগে অতীতেও জনতার পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে- ইনশাআল্লাহ।
তিনি বলেন, আকস্মিক ভয়াবহ বন্যায় প্লাবিত সুনামগঞ্জবাসীর এই দুর্যোগে আমরা মর্মাহত। সুনামগঞ্জের বন্যাদুর্গত মানুষের সাহায্যে শুরু থেকেই জামায়াতের সর্বস্তরের জনশক্তি কাজ করছে। সমাজের সামর্থবান মানুষকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। বিপদ, মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই কঠিন বিপদে বেশি করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে।
সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খানের পরিচালনায় অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর এডভোকেট শামস উদ্দীন, সেক্রেটারি মমতাজুল হাসান আবেদ, বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী, সুনামগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর সভাপতি শরীফ মাহমুদ, সাবেক সভাপতি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার, সুনামগঞ্জ জেলা ছাত্রশিবির সভাপতি মনিরুজ্জামান পিয়াস, জামায়াত নেতা এডভোকেট রেজাউল করীম, সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদ, সদর উপজেলা আমীর এডভোকেট আবুল বাশার, ছাতক উপজেলা আমীর মাওলানা আকবর আলী, শান্তিগঞ্জ উপজেলা আমীর হাফিব আবু খালেদ, জামায়াত নেতা মাওলানা মুখলিছুর রহমান প্রমুখ।