খেলা
ভাঙা নাক নিয়েও যেভাবে ইউরোতে খেলবেন এমবাপ্পে
স্পোর্টস ডেস্ক
(৬ মাস আগে) ১৮ জুন ২০২৪, মঙ্গলবার, ৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৭ পূর্বাহ্ন
ইউরোর মঞ্চে হতাশার এক রাত গেলো কিলিয়ান এমবাপ্পের। হাতছাড়া করেছেন একাধিক গোলের সুযোগ। পরে মাঠ ছেড়েছেন অ্যাম্বুলেন্সে করে, সেখানেও পাননি ভালো খবর। নাক ফেটে গেছে ফ্রান্স অধিনায়কের।
‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-০ ব্যবধানে জিতেছে ফ্রান্স। ব্যবধান গড়ে দিয়েছে অস্ট্রিয়ান ডিফেন্ডার মাক্সিমিলিয়ান উবার আত্মঘাতী গোল।
বিশ্বকাপে ১৪ ম্যাচে এমবাপ্পের গোল ১২টি। টুর্নামেন্টের সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড ভেঙে দেওয়া সময়ের ব্যাপার মনে হচ্ছে। তবে ইউরোয় ৫ ম্যাচ খেলে এখনও গোলের দেখা পাননি তিনি।
অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শেষ দিকে সংঘর্ষে এমবাপ্পের নাক দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে ফ্রান্স ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, নাক ভেঙেছে তার। পরের ম্যাচগুলোতে খেলতে পারেন মাস্ক পরে।
এদিন ফ্রান্সের কোচ হিসেবে ১০০তম জয়ের মাইলফলক স্পর্শ করেন দিদিয়ের দেশম। এমবাপ্পের চোট নিয়ে তিনি বলেন, 'তার নাকের অবস্থা খারাপ। আমাদের অপেক্ষা করতে হবে। চিকিৎসক দল এটা নিয়ে কাজ করছে। আমাদের দেখতে হবে কী হয় আর এটা কতটা সময় নেয়। আজ রাতে আমাদের জন্য এটা খুবই বাজে খবর। অবশ্যই তাকেসহ আর ছাড়া ফ্রান্স দল এক নয়। আশা করি, সে খেলবে।'