খেলা
এখনই এটা বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপ!
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ১৭ জুন ২০২৪, সোমবার, ৯:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০১ অপরাহ্ন

এখন পর্যন্ত টি-টোয়েন্টি সংস্করণের নবম আসর চলছে। এর মধ্যে প্রথম ৮ আসরের কোনো আসরেই একটির বেশি ম্যাচ জেতেনি বাংলাদেশ। গত আসরে প্রথমবার একাধিক ম্যাচ জেতে টাইগাররা। এবার সেটিকেও ছাড়িয়ে গেলো নাজমুল হোসেন শান্তর দল।
আজ নেপালকে ২১ রানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। এই পথে গ্রুপ পর্বে ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই জয় পেয়েছে টাইগাররা। এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো আসরে ৩টি জয় পেলো বাংলাদেশ।
শ্রীলঙ্কাকে ২ উইকেটে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে হেরে যায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। খুব কাছে গিয়ে হারা সেই ম্যাচের ব্যবধান ছিল মাত্র ৪ রান। এরপর নেদারল্যান্ডসকে হারানোর আজ নেপালকেও হারিয়ে দিলেন শান্ত-সাকিবরা। ফলে সুপার এইটে ওঠার সঙ্গে সঙ্গে এখনই এটা বাংলাদেশের সবচেয়ে সফল বিশ্বকাপে পরিণত হয়েছে।
পাঠকের মতামত
রিজভী বলবেন,এটা পাতানো খেলা। সংবাদ সম্মেলনে আসলেন বলে