ঢাকা, ২৬ জুন ২০২৪, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

নেপালকে হারিয়ে সুপার এইটে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

(১ সপ্তাহ আগে) ১৭ জুন ২০২৪, সোমবার, ৫:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৮:৫৯ পূর্বাহ্ন

mzamin

ব্যাটাররা ব্যাট হাতে চরম ব্যর্থ হলেন। পরে বোলাররা ব্যাট হাতে রাখলেন ছোট ছোট অবদান। তাতে ১০৬ রানের ছোট পুঁজি পেলো বাংলাদেশ। এরপর বোলাররা সেই রানকেই ডিফেন্ড করলেন। সুপার এইট নিশ্চিত করতে এই ম্যাচে জয় দরকার ছিল, সেটাই করলো টাইগাররা।

আজ সেন্ট ভিনসেন্টে নেপালকে ২১ রানে হারিয়েছে বাংলাদেশ। ৭ রানে তানজিম সাকিব ৪ ও মোস্তাফিজুর রহমান নেন ৩ উইকেট। এছাড়া সাকিব আল হাসানের শিকার জোড়া উইকেট। 

৫২ রানের জুটি ভাঙলেন মোস্তাফিজুর 

২৬ রানে ৫ উইকেট হারানো পর দীপেন্দ্র ও কুশাল মিলে এগিয়ে নিচ্ছিলেন নেপালকে। তবে এবার কুশালকে ফিরিয়ে ৫২ রানের জুটি ভাঙলেন মোস্তাফিজুর রহমান। 

তানজিম সাকিবের তোপে ২৬ রানে ৫ উইকেট নেই নেপালের 

স্বপ্নের মতো একটা স্পেল করলেন তানজিম হাসান সাকিব। স্পেলের শেষ বলেও পেলেন উইকেটের দেখা। সবমিলিয়ে ৪ ওভারে ৭ রান খরচায় ৪ উইকেট নিলেন এই ডানহাতি পেসার। 

৬ ওভারে নেপাল ২৪/৪

বাংলাদেশের দেওয়া ১০৭ রান তাড়া করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৬ ওভারের পাওয়ার প্লেতে ২৪ রান তুলেছে নেপাল। 

১০০তম ম্যাচে আক্রমণেই এসেই উইকেট নিলেন ফিজ 

বাংলাদেশের জার্সিতে ১০০তম টি-টোয়েন্টি খেলতে নেমেছেন মোস্তাফিজুর রহমান।

বিজ্ঞাপন
আর এই ম্যাচে আক্রমণে এসেই উইকেটের দেখা পেলেন তিনি। নেপালের ওপেনার আসিফ শেখকে ফেরান এই বাঁহাতি স্পিনার। 

আবার শিকার তানজিম সাকিবের, এবার ফেরালেন নেপাল অধিনায়ককে

আগের ওভারেই স্লেজিং করছিলেন, ঠিক পরের ওভারেই নেপাল অধিনায়ক রোহিত পাউডেলকে ফিরিয়ে দিলেন তানজিম হাসান সাকিব। পয়েন্টে ক্যাচ নিলেন রিশাদ হোসেন। 

৩ বলের মধ্যে দুই উইকেট নিলেন তানজিম সাকিব 

১ বল আগেই উইকেট পেলেন, এক বল পর আবারও উইকেট পেলেন তানজিম হাসান সাকিব। তাকে উড়িয়ে মারতে গিয়ে লং অফে অধিনায়ক শান্তর হাতে ধরা পড়লেন অনিল শাহ। 

প্রথম শিকার তানজিম সাকিবের 

প্রথম দুই ওভারে দুই চারে ৯ রান তুলেছিল নেপাল। লক্ষ্যমাত্রা নেমে এসেছিল ১০০ এর নীচে। ইনিংসের তৃতীয় ওভারে প্রথম শিকার ধরলেন তানজিম হাসান সাকিব, ফেরালেন ভুর্টেলকে। 

১০৬ রানে শেষ বাংলাদেশ 

নেপালের বিপক্ষে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে এটাই টাইগারদের বিপক্ষে দলীয় সর্বনমিন সংগ্রহ। সুপার এইটে উঠতে বাংলাদেশের এই ম্যাচে জয় প্রয়োজন। আর হারলে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-নেদারল্যান্ডস ম্যাচের দিকে। 

ব্যাটিং করাই ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটাররা, ৭৫ রানেই ৮ উইকেট 

ব্যাটিং করাই যেন ভুলে গেছেন বাংলাদেশের ব্যাটাররা, ৭৫ রানে ফিরলেন অষ্টম ব্যাটার। সর্বশেষ জাকের আলী। 

দলকে বিপদে রেখে আউট সাকিবও 

৫২ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশের শেষ ভরসা হয়ে ছিলেন সাকিব আল হাসান। নেপাল অধিনায়ক রোহিত পাউডেল তাকেও ফিরিয়ে দিলেন। রীতিমতো ধুঁকছে টাইগাররা। 

সাকিবের ভুলে রান আউট রিয়াদ, মহা বিপদে বাংলাদেশ 

ব্যাটারদের আসা যাওয়ার মিছিল যেন থামছেই না। এবার রান আউট হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। সাকিবের ভুলে আউট হন তিনি। মাথায় হাত দিয়ে বসে পড়েন সাকিব। ৫২ রানে ৫ উইকেট হারিয়ে মহা বিপদে পড়েছে বাংলাদেশ। 

এবার ফিরলেন হৃদয়, শুরুতেই বিপর্যয়ে বাংলাদেশ 

৩০ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। এখনও শেষ হয়নি পাওয়ার প্লে। সর্বশেষ ছক্কা মারতে গিয়ে আউট হলেন তাওহীদ হৃদয়। 

টপ অর্ডার যেন তাসের ঘর, ২১ রানে নেই ৩ ব্যাটার 

বাংলাদেশ দলে টপ অর্ডারদের ব্যর্থতার বহাল আছে। নেপালের বিপক্ষেও শান্ত-লিটনরা ধরে রেখেছেন ব্যর্থতার ধারাবাহিকতা। ২১ রানে ফিরেছেন ৩ ব্যাটার। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই মিডল অর্ডার ব্যাটিংয়ে নেমে গেছে। 

অধিনায়ক শান্ত আটকে রইলেন রান খরাতেই 

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যেন কিছুতেই রান খরা থেকে বের হতে পারছেন না। নেপালের বিপক্ষেও হাসলো না তার ব্যাট। আজ ফিরলেন মাত্র ৪ রান করে। 

রিভিউ নিয়ে বাঁচলেন লিটন 

প্রথম ওভারের শেষ বলে নেপালি ফিল্ডারদের মৃদু আবেদনেই সাড়া দিয়ে লিটনকে এলবিডব্লিউ আউট দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নিয়ে বেঁচেছেন লিটন। রিপ্লেতে দেখা গেলো বল উইকেটে লাগেনি। 

ইনিংসের প্রথম বলেই ফিরলেন তানজিদ তামিম 

ইনিংসের প্রথম ওভারেই উইকেট ছেড়ে বের হয়ে বড় শট খেলে গিয়েছিলেন তানজিদ তামিম। কিন্তু ব্যাটে-বলে ঠিকমতো সংযোগ না হওয়ায় আউট হয়ে গেলেন তিনি। 

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করবে টাইগাররা।

বাংলাদেশ একাদশ

তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান।

পাঠকের মতামত

বিশ্ব টি-২০ কাপে বাংলাদেশ সুপার এইটে কোয়ালিফাই করার জন্য খেলোয়াড় কমকর্তা ও শুভাকাঙ্ক্ষী দের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ করে তিন খেলায় বোলার দের অসাধারণ পারফরম্যান্সের কারণে বাংলাদেশ চুড়ান্ত পর্বে স্থান পেয়েছে আশা করি ব্যাটারা সুপার এইটে তাদের নামের প্রতি সুবিচার করবে এবং শুভকামনা রহিলো বাংলাদেশ দলের জন্য।

Shahid Uddin
১৭ জুন ২০২৪, সোমবার, ১০:৪২ পূর্বাহ্ন

এখনও সময় আছে দল থেকে লিটন দাস,শান্ত কে বাদ দেন।খেলার মধ্যে রাজনীতি বন্ধ করুন।তামিম ইমরুল কায়েস কে দিয়ে ওপেন করুন।দলে রাজনীতি করার কারণে সাকিব কে আজীবন নিষিদ্ধ করুন। আমাদের বোলারদের নিয়ে গর্ব করা যেতেই পারে।

Mu
১৭ জুন ২০২৪, সোমবার, ৯:২৯ পূর্বাহ্ন

খেলা থেকে আরও পড়ুন

আরও খবর

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status