খেলা
১ রান করতে ১৭ বল এরাসমাসের বিশ্ব রেকর্ড
স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার
অন্য রকম এক বিশ্ব রেকর্ড গড়লেন নামিবিয়ার অধিনায়ক গেরহার্ড এরাসমাস। টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল অ্যান্টিগায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় নামিবিয়া। আফ্রিকার দেশটির দেওয়া ৭৩ রানে লক্ষ্য ৯ উইকেট ও ৮৬ বল বাকি থাকতেই টপকে গিয়ে ‘বি’ গ্রুপ থেকে সুপার এইট পর্বে পৌঁছে গেছে অস্ট্রেলিয়া। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত ধুঁকেছে নামিবিয়া। চারে নেমে যা একটু লড়াই করেছেন অধিনায়ক এরাসমাস। দলের ৫০% রান একাই করেছেন। তার ৪৩ বলে ৩৬ রানের ইনিংটাই দলীয় সংগ্রহকে ৭২-এ নিয়ে যায়। এই ইনিংস খেলার পথেই প্রথম রান করতে ১৭ বল লেগেছে এরাসমাসের, যা এখন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসে বিশ্ব রেকর্ড। এই সংস্করণে প্রথম রান নিতে এর আগে কোনো ব্যাটসম্যানকে এত বল খেলতে হয়নি। ১৭ বল খেলে প্রথম রান করা এরাসমাস ভেঙেছেন ১৭ বছর আগের বিশ্ব রেকর্ড। ২০০৭ সালে চার জাতির টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে প্রথম রান করতে গিয়ে ১৬ বল খেলেছিলেন কেনিয়ার তন্ময় মিশ্র। স্বাগতিক কেনিয়া, পাকিস্তানের সঙ্গে সেই সিরিজে খেলেছিল বাংলাদেশ ও উগান্ডা। উগান্ডার তখন আন্তর্জাতিক টি-টোয়েন্টির মর্যাদা ছিল না।