বাংলারজমিন
সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার
সোনারগাঁয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বর মাঠে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের নিজস্ব অর্থায়নে ও আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল্লাহ আল মাহফুজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনারগাঁ উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান রুবিয়া সুলতানা, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান, সোনারগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ মো. আশরাফুজ্জামান অপু, সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার, সোনারগাঁ জি আর স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক আমির হোসেন স্মীথ, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম রাসেল,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাগর প্রমুখ। এসময় সোনারগাঁ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজনরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলার ৩৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট, মেডেল, সনদ, প্রদান করা হয়।