বাংলারজমিন
রিকশায় ওড়না পেঁচিয়ে পরীক্ষার্থীর মৃত্যু
পটুয়াখালী প্রতিনিধি
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবারপটুয়াখালীতে ব্যাটারিচালিত অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর মডেল মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অধরা ইসলাম মোহনা (১৮) আগামী ৩০শে জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা। সে পটুয়াখালী সরকারি মহিলা কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী ছিল। সে পৌরসভার শিমুলবাগ নামক এলাকার মো. রাসেল মুন্সীর বড় মেয়ে। পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, মোহনা কোচিং শেষে এক বান্ধবীকে নিয়ে একটি অটোরিকশায় করে শহরের বড় চৌরাস্তা এলাকার একটি রেস্টুরেন্টের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মডেল মসজিদ সংলগ্ন সড়কে রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।