বাংলারজমিন
চাঁদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত ১২
চাঁদপুর প্রতিনিধি
১৩ জুন ২০২৪, বৃহস্পতিবারচাঁদপুর শহরের পুরানবাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আল আমিন খান (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত ১২ জন আহত হয়েছে। বুধবার রাত ৯টা থেকে সাড়ে দশটা পর্যন্ত পুরানবাজার মেরকাটিস রোড ও নিতাইগঞ্জ রোডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আল আমিন খান স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ খান ডেঙ্গুর পুত্র। প্রত্যক্ষদর্শীরা জানায়, কিছুদিন পূর্বে পুরানবাজার মেরকাটিজ রোডের রনি নামে একটি কিশোরের সঙ্গে নিতাইগঞ্জ রোডের জুয়েল নামের এক কিশোরের হাতাহাতির ঘটনা ঘটে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ সৃষ্টি হয়। সন্ধ্যা সাতটা থেকে সংঘর্ষ শুরু হয়ে রাত সাড়ে দশটা পর্যন্ত চলে। এতে দু’পক্ষ একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। প্রথমদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরানবাজার ফাঁড়ি পুলিশ ব্যাপক চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরবর্তীতে চাঁদপুর সদর সার্কেল মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় তারা কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এলাকাবাসী জানায়, যেকোনো মুহূর্তে এই নিহতের ঘটনাকে কেন্দ্র করে ভয়াবহ সংঘর্ষ রূপ নিতে পারে। নিহতের বোনের দাবি প্রতিপক্ষের গুলিতে তার ভাই নিহত হয়েছে। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানান, এ ঘটনায় তদন্ত চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে।