অনলাইন
বেনজীর ও তার পরিবারের আরও ৪ দলিলের সম্পত্তি ক্রোকের নির্দেশ
স্টাফ রিপোর্টার
(৮ মাস আগে) ১২ জুন ২০২৪, বুধবার, ৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৩:০৭ অপরাহ্ন

সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী ও তিন কন্যার নামে থাকা চার দলিলের সম্পত্তি ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে দুই প্রতিষ্ঠানের শেয়ার জব্দের নির্দেশ দেয়া হয়েছে। বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর মানবজমিনকে বলেন, বেনজির আহমেদের ৪টি দলিলের স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছেন। এছাড়া দুটি প্রতিষ্ঠানের শেয়ার জব্দের নির্দেশও দিয়েছেন আদালত।
পাঠকের মতামত
বনজিরদের সৃষ্টিকারীদের না ধরে শুধু বেনজীর ধরে ফায়দা হবে না। সৃষ্টিকারি এমন অসংখ্য বেনজীর সৃষ্টি করে ই যাবে।তাই বেনজীর সৃষ্টিকারী ও বেনজীর উভয়কেই ধরতে হবে । দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বেনজির নামক দৈত্যের স্রস্টা কে ?
বেনজীর ও তার পরিবারের আরও ৪ দলিলের সম্পত্তি ক্রোকের নির্দেশ-বেনজির ভালো ছিল ঘুষেরও কর দিতেন। বেনজির একদিনে হয়নি চাকরি জীবনের শুরু থেকেই হয়েছে বহু মানুষকে হত্যা করেছে!! দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর মানবজমিনকে বলেন, বেনজির আহমেদের ৪টি দলিলের স্থাবর সম্পত্তি ক্রোক করার আদেশ দিয়েছেন। এছাড়া দুটি প্রতিষ্ঠানের শেয়ার জব্দের নির্দেশও দিয়েছেন আদালত।বেনজিরের কিছুই হবে না।
স্মৃতি হয়ে থাকুক স্মপওির তালিকা, আমাদের পরবর্তী জেনারেশন সুখপাঠ্য হিসেবে এই তালিকা পড়তে পারবে।... সুপার হিট ছবি বানানো সম্ভব হবে। ...