খেলা
আজ বিওএতে সমন্বয় সভা
স্পোর্টস রিপোর্টার
১২ জুন ২০২৪, বুধবারসামনেই প্যারিস অলিম্পিক গেমস। বাংলাদেশ থেকে কারা যাচ্ছেন স্বপ্নের এই গেমসে, তা এখনো জানায়নি আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। তবে সে পর্যন্ত বসে থাকতে নারাজ অলিম্পিক গেমসের শেফ দ্য মিশন এবং বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব ইন্তেখাবুল হামিদ। আজ প্যারিসগামী ডিসিপ্লিনের ক্রীড়া ফেডারেশনের কর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় বসছেন তিনি। ২৬ জুলাই ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমস। এবারের আসরে অ্যাথলেটিক্স, সাঁতার, গলফ, বক্সিং, আরচারি, শুটিং ডিসিপ্লিনে খেলবে বাংলাদেশ। তবে এখনো চূড়ান্ত হয়নি লাল সবুজের ক্রীড়াবিদের তালিকা। আইওসি থেকে ওয়াইল্ড কার্ড আসারপরেই জানা যাবে কারা যাচ্ছেন প্যারিসে। গেমসে সর্বশেষ নির্দেশনা, খেলোয়াড় কর্মকর্তাদের দায়িত্ব অবহিত করতেই মুলত এই সভা ডেকেছেন শেফ দ্য মিশন। ফেডারেশনেরগুলোরও অলিম্পিক নিয়ে কিছু জানার রয়েছে। তারাও বিভিন্ন প্রক্রিয়ার বিষয় জানতে চাইবেন। আজকের সভায় আলোচিত কোনো বিষয়ে প্রয়োজনে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি অথবা সাংগঠনিক কমিটির সঙ্গে যোগাযোগ করতে পারে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন।