কলকাতা কথকতা
আজ শিয়ালদহ মেট্রো স্টেশন উদ্বোধনে থাকছেন না মমতা বন্দোপাধ্যায়, মুখ্যমন্ত্রী উড়ে যাচ্ছেন দার্জিলিং
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(১০ মাস আগে) ১১ জুলাই ২০২২, সোমবার, ১০:৩৮ পূর্বাহ্ন

আজ শিয়ালদহ মেট্রোর উদ্বোধন অনুষ্ঠানের চব্বিশ ঘন্টা আগে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় অনুষ্ঠানে থাকছেন না। আমন্ত্রণ পেয়েও অনুষ্ঠানে যাচ্ছেন না মেয়র ও পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম, দুই সাংসদ সুদীপ বন্দোপাধ্যায় ও প্রসূন বন্দোপাধ্যায়। তৃণমূল মনে করছে এই আমন্ত্রণ জানানোটা বিলম্বিত বোধোদয়। মিডিয়ার চাপে পড়ে এই আমন্ত্রণ জানানো হয়েছে। এতে সৌজন্যেহীনতাই প্রকাশ পেয়েছে। মুখ্যমন্ত্রী আজ দুপুর আড়াইটে নাগাদ দার্জিলিং এর পথে বাগডোগরা উড়ে যাচ্ছেন। তিনি সেখানে মঙ্গলবার জি টি এ র শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন। বুধবার নেপালি কবি ভানুভক্তর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে থাকবেন। বুধ ও বৃহস্পতিবার করবেন প্রশাসনিক বৈঠক। জি টি এ প্রধান অনিত থাপা তাঁকে জি টি এ শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্যে আমন্ত্রণ জানিয়ে গেছেন।