প্রবাস
কুয়েতে সাংবাদিক আহাদের মায়ের মৃত্যুতে শোক সভা
ইউসুফ আরফাত, কুয়েত থেকে
(৫ মাস আগে) ২ জুন ২০২৪, রবিবার, ৬:২২ অপরাহ্ন
জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত এর সহ সাধারণ সম্পাদক আহাদ আম্বিয়া খোকন এর মায়ের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পহেলা জুন জালালাবাদ অ্যাসোসিয়েশন কুয়েত শাখার আয়োজনে কুয়েত সিটির একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি আব্দুল হাই মামুন এর সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আকবর হোসেন।
যুগ্ম সাধারণ সম্পাদক আ. হ. জুবেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আব্দুল মুহিত নাজমুল, বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুরাদুল হক চৌধুরী, হোসেন মোহাম্মদ আজিজ ও আবু সাইদ কুতুব উদ্দিন প্রমুখ। এছাড়াও বক্তব্য রাখেন, কামরুজ্জামান টিটু, সুরুক মিয়া, বিলাল উদ্দিন, ইসমাইল হোসেন হাওলাদার, আলা উদ্দিন, নজরুল ইসলাম শাহিন, সাজ্জাদ নিয়াজীসহ আরও অনেকে। পরিশেষে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিলের মোনাজাত পরিচালনা করেন মাওলানা কাওসার আহমেদ সেলিম।