কলকাতা কথকতা
কলকাতায় সমারোহে পালিত হচ্ছে ঈদ উল আজহা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(২ বছর আগে) ১০ জুলাই ২০২২, রবিবার, ১১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ২:২৬ অপরাহ্ন
দুবছর পর আবার সমারোহে পালিত হচ্ছে ঈদ উল আজহা বা বকর ঈদ যা কোরবানির ঈদ নামেই খ্যাত৷ পান্ডেমিকের কারণে গত দুবছর কার্যত বন্ধ ছিল উৎসব পালন৷ এবার করোনার প্রকোপ থাকলেও তেমন বিধিবিষেধ নেই৷ ধর্মপ্রাণ মুসলমানরা তাই প্রাণখোলা উৎসবে মেতেছেন, সামিল হয়েছেন অমুসলিমরাও৷ আজ সকালে রেড রোডে ঈদের নামাজে ইমামতি করেন কারি ফজলুর রহমান ৷ বেশ কয়েক হাজার মুসলিম সমাগত হয়েছিলেন এই নামাজে৷ এদিন মুসলমানরা উৎসর্গ করেন আল্লাহর উদ্দেশ্যে৷ পশু কোরবানি করা হয়৷ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে হাওড়ায় উট বিক্রি হল কয়েক লক্ষ টাকায়৷ ঈদ উল আজহায় উটের মাংস ডেলিকেসি বলে গণ্য হয়৷ জ্যাকেরিয়া স্ট্রিটে একটি দুম্বা বিক্রি হল প্রায় এক লক্ষ পাঁচ হাজার টাকা দামে৷ গ্রাম ফেড মাটন এর কদর খুব বেশি৷ এই দুম্বায় থাকে সেই গ্রাম ফেড মাটন৷ অর্থাৎ দুম্বাকে শুধু ছোলা খাইয়ে রাখা হয় মাংসের স্বাদ করার জন্য৷ কলকাতায় আজ বিরিয়ানির দোকানে লম্বা লাইন৷ যার যেমন সামর্থ সে তেমন আয়োজন করেছে বাড়িতে ঈদ উল আজহার বিশেষ ভোজ এর জন্য৷ বেশ কিছু মসজিদ, মহল্লার বাইরের দিকটা টুনি বাল্ব দিয়ে সাজানোও হয়েছে৷