প্রবাস
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে, সাউথ ইস্ট রিজিওনের উদ্যোগে মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আরিফ মাহফুজ, লন্ডন
(৭ মাস আগে) ২৫ মে ২০২৪, শনিবার, ৯:১৫ পূর্বাহ্ন
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে ২০ মে সোমবার পূর্ব লণ্ডনে মুক্তিযুদ্ধের উপর প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাউথইস্ট রিজিয়নের কনভেনার কমিউনিটি নেতা হারুনুর রশীদের সভাপতিত্বে এবং গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মাহবুব ও কো-কনভেনর জামাল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন সাউথ ইস্ট রিজিয়নের জয়েন্ট কনভেনার তাজুল ইসলাম ও সৈয়দ সায়েম করিম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ, ক্যামডেন কাউন্সিলের সিভিক মেয়র সমতা খাতুন, নিউহ্যাম কাউন্সিলের চেয়ার রহিমা রহমান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ডঃ হাসনাত এম হোসেইন এমবিই, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক চেয়ারম্যান ও প্যাট্রন
কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ ও গ্রেটার সিলেট কাউন্সিলের ফাউন্ডার ট্রেজারার মাহিদুর রহমান, বর্ণবাদবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও কমিউনিটি
ব্যক্তিত্ব সিরাজ হক, রেডব্রিজ কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলর জোসনা ইসলাম, বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ্ব জালাল উদ্দিন, কয়ছর এম আহমদ, আব্দুল আহাদ চৌধুরী, সাবেক কাউন্সিলর রাবিনা খান, গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সেক্রেটারি বীর মুক্তিযুদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইয়ুম কয়ছর, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ নাহাস পাশা, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সেন্ট্রাল কমিটির কনভেনর মোহাম্মদ মকিস মনসুর, কো-কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী মসুদ আহমদ, সদস্য সচিব ড. মুজিবুর রহমান, কাউন্সিলর আবু তালহা চৌধুরী, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আহবাব হোসেন, সেন্ট্রাল কমিটির জয়েন্ট কনভেনর বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মাসুদ আহমদ চৌধুরী, কাউন্সিলার রিতা বেগম, কাউন্সিলর মুজিবুর রহমান, বিসিএ প্রেসিডেন্ট অলি খান, কাউন্সিলর শাহ মিয়া, কাউন্সিলর ব্যারিস্টার নুরুল ইসলাম জুনেদ, লন্ডন বাংলা প্রেসক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, বিসিএ সাবেক ট্রেজারার সাইদুর রহমান বিপুল, সাবেক কাউন্সিলর আমিনুর খাঁন সহ
প্রমুখ।
সভায় বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র চ্যারিটি কার্যক্রম ও প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। গ্রেটার সিলেটের নব-যাত্রাকে সাধুবাদ জানান এবং
উত্তরোত্তর অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। বক্তারা সিলেট আন্তর্জাতিক বিমান বন্দরের পূর্ণ সুযোগ সুবিধা চালুকরণ, পাওয়ার অব এটর্নি প্রদানে জটিলতা পরিহার, বিমানের ভাড়া কমানো সর্বোপরি প্রবাসীদের হয়রানি বন্ধে বাংলাদেশ সরকারের কার্যকর উদ্যোগের জোর দাবি জানান। প্রবাসী বাংলাদেশিদের দাবী দাওয়া আদায়ের আন্দোলনে এ সংগঠণ অগ্রণী ভূমিকা পালন করবে বলে উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত চিত্র প্রদর্শনী সাংবাদিক বিকুল চক্রবর্তীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কনভেনার মোহাম্মদ মকিস মনসুর এর পরিচালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠান ফিতা কেটে উদ্বোধন করেন ক্যামডেন কাউন্সিলের মেয়র কাউন্সিলার সমতা খাতুন, তার সাথে ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল ক্বাইউম কয়ছরসহ সকল অতিথিবৃন্দ। মেয়র কাউন্সিলার সমতা তার বক্তব্যে বলেন -তিনি এ ধরনের চিত্র প্রদর্শনী ব্রিটিশ মিউজিয়াম ও ব্রিটিশ লাইব্রেরীতে আয়োজনের সহযোগিতা করবেন। ব্রিটেনের মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দের পাশাপাশি কমিউনিটির সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হয়।
সভায় বক্তব্য রাখেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে সভাপতি, সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর শিপার রেজাউল করিম, আব্দুর রহিম রঞ্জু, মেঘনা গ্রূপেরভাইস চেয়ারম্যান মোঃ জাকারিয়া, সেন্ট্রাল কমিটির সদস্য শাহ শাফি কাদির, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর তৌরিছ মিয়াসহ কমিউনিটির বিশিষ্টজনেরা । সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ খালেদ ইয়াহিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর সেক্রেটারি মাসুক উদ্দিন, সাউথইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর বেলাল হোসেন, শেখ নু রুল ইসলাম, হেলেন ইসলাম, ইসলাম উদ্দিন, জগন্নাথপুর এডুকেশন ট্রাস্টের ট্রাস্টি মিসবাহুজ্জামান সোহেল, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর
খালেদ চৌধুরী, আলী হোসেন, মজিবুল ইসলাম আজু, আমির হোসেন, আব্দুল হাকিম, মইনুল ইসলাম, শেরওয়ান আলী, ব্যারিস্টার শাহনেওয়াজ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সহসভাপতি মিসবাহউদ্দিন, সাবেক ট্রেজারার আজম খান, দক্ষিণ সুরমা ওয়েলফেয়ার এসোসিয়েশন এর ফখরুল ইসলাম বাদল,
সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর মোশাহিদ আলী, রাকিব রুহেল, মজমিল আলী, বিশ্বনাথ প্রবাসীএডুকেশন ট্রাস্টের জয়েন্ট ট্রেজারার নুরুজ্জামান নুরু, সাংস্কৃতিক সম্পাদক দৌলত মিয়া, তরুণ সংগঠক
সেলিম আহমদ, বাবর চৌধুরী, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্টের সাবেক প্রেস এন্ড পাবলিকেশনসেক্রেটারি মানিক মিয়া, ওয়াহিদ আলী, সাউথ ইস্ট রিজিওনের কনভেনিং কমিটির সদস্য আমিনা বেগম
রুবি, আখতার পারভিন বেগম, মুহি উদ্দিন, শারুখ মিয়া, পারভেজ আহমেদ, রকিবুর রহমান, এবি রুনেল, শাহওয়াহাব জাহাঙ্গীর, শেখ ইসহাক, আহমেদ কায়সার কানন, রেজা আহমদ, ইমন তরফদার, ফয়েজ চৌধুরী,
এনামুল হোসেন সুয়েব, শাহ হানিফুর রহমান, শেখ এস কে সালাম, রহুল আহমেদসহ কমিউনিটি এক্টিভিস্ট ওবিলেতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।