ঢাকা, ১৭ জুন ২০২৪, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

সুযোগ পেলে অবশ্যই রাজনীতি করবো- আনারকন্যা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
২৫ মে ২০২৪, শনিবারmzamin

ঢাকা থেকে বৃহস্পতিবার মধ্যরাতে বাসায় ফেরেন আনারকন্যা মুমতারিন ফেরদৌস ডোরিন। গতকাল দুপুরে শহরের ভূষণ স্কুল সড়কে নিজ বাসভবনের নিচে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি তার বাবার হত্যার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি দাবি করেন। ডোরিন বলেন, স্পিকারের সহযোগিতায় ভারতীয় ভিসা পেয়েছি। প্রয়োজন হলে ভারত যাবো। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার বাবা হত্যার বিচার করেছেন তাহলে আমার বাবা হত্যারও বিচার তিনি অবশ্যই করবেন। জীবিত থাকতে বুঝিনি বাবা কতোটা জনপ্রিয় ছিল। বাবা হত্যার বিচার চাইতে গিয়ে দেখেছি বাবাকে মানুষ কতোটা ভালোবাসে। যেখানে গেছি সবার ভালোবাসা পেয়েছি, সেটা একমাত্র বাবার কারণে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুযোগ পেলে অবশ্যই রাজনীতি করবো; তবে সেটা নিয়ে এখন ভাবছি না। প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, তিনি আমাকে আশ্বস্ত করেছেন বাবা হত্যার বিচার তিনি করবেন।

বিজ্ঞাপন
তিনি আমার পাশে থেকে সব সহযোগিতা করে যাচ্ছেন। তিনি এখন আমার একমাত্র অভিভাবক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন খান, সহ-সভাপতি শামীম আরা মান্নান, কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলমসহ অন্যরা। এদিকে এমপি আনার হত্যায় উপজেলার প্রতিটি মসজিদে মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

পাঠকের মতামত

এমপি হবার খায়েস জেগেছে টিকটক কন্যার মধ্যে! খুনের সাথে সেও জড়িত কিনা তদন্ত করা উচিৎ। ক্ষমতাল লোভ হলে মানুষ আর মানুষ থাকে না।

Humayun Kabir
২৫ মে ২০২৪, শনিবার, ১০:১৯ পূর্বাহ্ন

এম্পির মেয়ে বলে কথা, সে তো জানে কত লুক্রেটিভ এই দেশে এম্পি হওয়া। গুন্ডাপান্ডা তো বাবাই রেখে গেছে। মেয়ে লিড করবে এখন। সাউথ ইন্ডিয়ান সিনেমার মত লাগতেছে।

Pseudo~code
২৫ মে ২০২৪, শনিবার, ১০:০০ পূর্বাহ্ন

খোলস বের হয়ে আসতেছে। রাজনীতি করবা ভাল কিন্তু বাপের মতো চোরকারবারী হইও না।

MU
২৫ মে ২০২৪, শনিবার, ৯:২৯ পূর্বাহ্ন

বাবার জন্য দোয়া করেন।রাজনীতিতে আসার দরকার নাই।

রাশিদ
২৫ মে ২০২৪, শনিবার, ৪:২৮ পূর্বাহ্ন

এমপি হবার সুযোগ হবেনা কেন ? সুযোগ তো হয়ে গেছে,পথ পরিষ্কার। পরবর্তী টিকেটে এমপি। আরে সাকিব, মাশরাফিরা এমপি হয়েছে আর এখানে তো বাবা পথ শূন্য রেখে চলে গিয়েছে।

khokon
২৫ মে ২০২৪, শনিবার, ২:০০ পূর্বাহ্ন

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status