ঢাকা, ১৭ জুন ২০২৪, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

জাভিকে বরখাস্তই করলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ৬:০৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:৫০ পূর্বাহ্ন

mzamin

টানা ব্যর্থতায় নিজেই মৌসুম শেষে চলে যেতে চেয়েছিলেন। তবে তাকে জোর করায় সিদ্ধান্ত পরিবর্তন করেন। কিন্তু শেষ পর্যন্ত জাভি হার্নান্দেজকে বরখাস্তই করলো বার্সেলোনা। জাভিকে বিদায়ের খবর নিশ্চিত করেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা। স্প্যানিশ লা লিগায় আগামীকাল সেভিয়ার বিপক্ষে শেষবারের মতো বার্সেলোনার ডাগআউটে দাঁড়াবেন জাভি।
গতকাল নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বার্সেলোনা জানায়, ‘সভাপতি হুয়ান লাপোর্তা জাভিকে জানিয়েছেন, ‘তিনি ২০২৪-২৫ মৌসুমে বার্সেলোনার কোচ থাকছেন না।’ বায়ার্ন মিউনিখের সাবেক কোচ হেন্সি ফ্লিক বার্সার পরবর্তী কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। কয়েকটি ইউরোপিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী ইতিমধ্যে তার সঙ্গে চুক্তি বিষয়ে মৌখিক সম্মতিতে পৌঁছেছে বার্সা।
গত জানুয়ারিতে জাভি ঘোষণা দেন ৩০শে জুন কোচের পদ থেকে ইস্তফা দেবেন । যদিও তখন থেকেই তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করতে থাকেন লাপোর্তা। এরপর গত এপ্রিলে লাপোর্তার কথায় রাজি হয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সিদ্ধান্ত নেন জাভি। এমনকি ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়নের সিদ্ধান্তও হয়। এরপর দ্রুত ঘটনা উল্টোদিকে মোড় নেয়।

বিজ্ঞাপন
স্প্যানিশ মিডিয়াতে খবর বের হয়, বার্সেলোনায় লাপোর্তার কাছের পরিচালকরা জাভিকে বরখাস্ত করার জন্য চাপ দিচ্ছেন। এছাড়া ক্লাবের আর্থিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলায় লাপোর্তাও জাভির উপর ক্ষুব্ধ হন।
জাভি বলেছিলেন, ‘আমরা রিয়ালের সঙ্গে লড়াই করার চেষ্টা করব। ভক্তদের বুঝতে হবে যে, পরিস্থিতি খুবই কঠিন। আমাদের আর্থিক অবস্থা ২৫ বছর আগের মতো নেই। আমরা চাইলেই একে-ওকে কিনে ফেলতে পারি না। ভক্তদের এটা বুঝতে হবে। তার মানে এই নয় যে, আমরা লড়াই করবো না। এর জন্য আমাদের স্থির হওয়া দরকার, সময় দরকার।’
এক বিবৃতিতে বার্সা জানায়, ‘বার্সেলোনা জাভিকে কোচ হিসেবে কাজ করার জন্য ধন্যবাদ দিতে চায়। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা। আসন্ন দিনগুলতে বার্সেলোনা নতুন কোচিং প্যানেলের নাম ঘোষণা করবে।’ 
গত মৌসুমে জাভির অধীনে লা লিগার শিরোপা জেতে বার্সেলোনা। কিন্তু এবার সেটা ধরে রাখতে পারেনি তারা। চ্যাম্পিয়নস লীগে পিএসজির মাঠে জিতেও কোয়ার্টার ফাইনালে ঘরের মাঠে হেরে বিদায় নেয় কাতালান ক্লাবটি। এছাড়া স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদ ও কোপা দেল রেতে অ্যাটলেটিকো বিলবাওর বিপক্ষে হারে জাভির শিষ্যরা। লা লিগায় দুই লেগেই রিয়াল হারায় তাদের।

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status