ঢাকা, ১৭ জুন ২০২৪, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

খেলা

ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দক্ষিণ আফ্রিকার ২৮ রানে হার

স্পোর্টস ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৪ মে ২০২৪, শুক্রবার, ১২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ২:৫১ অপরাহ্ন

mzamin

বিশ্বকাপের ঠিক আগে সব দলই নিজেদের ঝালিয়ে নিচ্ছে, তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। বৃহঃস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২৮ রানে হারালো ওয়েস্ট ইন্ডিজ। টস হেরে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে ১৭৫ রান তুলেছিল। তাড়া করতে নেমে ১৯.৫ ওভারে ১৪৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। 
ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যান্ডন কিং সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর বলেন, ‘কন্ডিশন ভালো করেই জানতাম, যে জন্য জিততে সুবিধা হয়েছে। নতুন বলে একটু চড়াও হয়ে খেলেছি আমরা। কারণ কাজটা পরে কঠিন হয়ে আসে। উইকেট মাথায় রেখে আমরা ২০০-২২০ রানের কথা ভেবেছি। কিন্তু উইকেটটা কঠিন হওয়ায় রান কম হয়েছে।’ 

হারের পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক রেসি ফন ডার ডুসেন অবশ্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে না পারার কথা বলেছেন। তিনি বলেন, ‘উইকেটের সঙ্গে মানিয়ে নিতে আমরা সময়টা বেশি নিয়েছি, নয়তো জয় সম্ভব ছিল।’

পাওয়ার প্লে-র ৬ ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ১ উইকেটে ৬৪। এই রানই বড় ব্যবধান গড়ে দেয়।

বিজ্ঞাপন
৪৫ বলে ৭৯ রান করেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কিং। কাইল মায়ার্সের ব্যাট থেকে এসেছে ৩৪ এবং রোস্টন চেজ ৩২ রানে অপরাজিত ছিলেন। এই তিনটি ইনিংস ছাড়া ক্যারিবিয়ান কোনো ব্যাটসম্যান দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। তবুও তারাই জয়ী হয়েছে ম্যাচ।

দক্ষিণ আফ্রিকা প্রথম ৫ ওভারের মধ্যে কুইন্টন ডি কক (৪), রায়ান রিকেলটন (৬) ও ম্যাথু ব্রিৎজকে (১৯) হারানোর পর ম্যাচ থেকে ধীরে ধীরে ছিটকে পড়েছে। শেষ ১০ ওভারে প্রয়োজন ছিল ৬০ বলে ৯৯। হাতে ৭ উইকেট। এমন কঠিন কোনো লক্ষ্য না। কিন্তু ১১তম ওভারে ক্যারিবিয়ান স্পিনার গুড়াকেশ মোতি অধিনায়ক ফন ডার ডুসেন ও উইয়ান মুল্ডারকে ফেরানোর পর জয় সহজ হয়ে যায় উইন্ডিজদের। ১৪ ও ১৫তম ওভারে আন্দিলে ফিকোয়া ও বিয়ন ফরটুইনকেও হারিয়ে ম্যাচ থেকে প্রায় ছিটকেই পড়ে প্রোটিয়ারা।
স্যাবাইনা পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ১৭৫/৮ (কিং ৭৯, মায়ার্স ৩৪, চেজ ৩২*; বার্টম্যান ৩/২৬, ফিকোয়া ৩/২৮, কোয়েটজি ১/৩০)।
দক্ষিণ আফ্রিকা: ১৯.৫ ওভারে ১৪৭ (হেনড্রিকস ৮৭, ব্রিৎজ ১৯,ফন ডার ডুসেন ১৭; মোতি ৩/২৫, ফোর্ড ৩/২৭, ম্যাকয় ২/১৫)।
ফল: ওয়েস্ট ইন্ডিজ ২৮ রানে জয়ী।
ম্যাচসেরা: ব্রান্ডন কিং (ওয়েস্ট ইন্ডিজ)

খেলা থেকে আরও পড়ুন

   

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status