ঢাকা, ১৭ জুন ২০২৪, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

শিখ নেতা পান্নুন হত্যাচেষ্টা

নিখিল গুপ্তের আর্জি খারিজ চেক আদালতে

মানবজমিন ডেস্ক
২৪ মে ২০২৪, শুক্রবারmzamin

যুক্তরাষ্ট্রে শিখ নেতা গুরপাতওয়ান্ত সিং পান্নুন হত্যাচেষ্টায় জড়িত ভারতীয় নাগরিক নিখিল গুপ্তের আর্জি খারিজ করে দিয়েছে চেক সাংবিধানিক আদালত। তিনি চেক প্রজাতন্ত্রের ওই আদালতে আর্জি জানিয়েছিলেন, তাকে যেন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়া না হয়। কিন্তু আদালত তার আবেদন অনুমোদন করেনি। অভিযোগ আছে, নিখিল গুপ্ত চেক প্রজাতন্ত্রে বসে শিখ নেতা পান্নুনকে হত্যার জন্য একজন ঘাতক ভাড়ার চেষ্টা করছিলেন। যুক্তরাষ্ট্র সরকার তার বিরুদ্ধে এ অভিযোগ এনেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, নিখিল গুপ্ত বর্তমানে চেক প্রজাতন্ত্রের একটি জেলে আছেন। তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চেক আইনমন্ত্রী। নিখিল গুপ্তের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে তার ২০ বছর পর্যন্ত জেল হতে পারে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের প্রসিকিউটররা তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে।

বিজ্ঞাপন
তাতে বলা হয় পান্নুনসহ উত্তর আমেরিকায় কমপক্ষে চারজন শিখ নেতাকে হত্যার ষড়যন্ত্র করেছেন নিখিল গুপ্ত। শুধু পান্নুনকে হত্যা করার জন্য একজন ঘাতককে তিনি দিয়েছেন কমপক্ষে এক লাখ ডলার। প্রকৃতপক্ষে ঘাতক হিসেবে তিনি যাকে এই অর্থ দিয়েছেন তিনি হলেন যুক্তরাষ্ট্রের ছদ্মবেশধারী একজন ফেডারেল গোয়েন্দা এজেন্ট। এখানে উল্লেখ্য, পান্নুন তখন নিউ ইয়র্কে ছিলেন। তিনি একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক। অভিযোগে বলা হয়েছে, নিখিল গুপ্তকে নির্দেশনা দিয়েছেন ভারত সরকারের একজন কর্মকর্তা। কিন্তু কে তিনি- তা প্রকাশ করা হয়নি। অথবা তার বিরুদ্ধে চার্জও গঠন হয়নি। 

ভারতের পাঞ্জাবে শিখ নেতারা একটি স্বাধীন খালিস্তান প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছেন। তার সঙ্গে জড়িত পান্নুন। ভারত সরকার তাকে একজন সন্ত্রাসী হিসেবে অভিহিত করেছে। তবে পান্নুন নিজে এ অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।  হোয়াইট হাউস বলেছে, তারা এই হত্যা ষড়যন্ত্রের বিষয়টি ভারত সরকারের সবচেয়ে সিনিয়র পর্যায়কে জানিয়েছেন। কিন্তু এই ষড়যন্ত্র থেকে ভারত সরকারের কর্মকর্তারা নিজেদেরকে দূরে সরিয়ে রেখেছেন। তারা বলেছেন, এমন কর্মকাণ্ড সরকারের নীতির বিরুদ্ধ। তারা আরও জানিয়েছে, নিখিল গুপ্তের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তের জন্য একটি কমিটি গঠন করেছে। নিখিল গুপ্তের একটি আবেদন জানুয়ারিতে প্রত্যাখ্যান করেছে ভারতের সুপ্রিম কোর্ট। তাতে তিনি তার মুক্তি এবং সুষ্ঠু বিচার পাওয়ার ক্ষেত্রে ভারত সরকারের সহায়তা চেয়েছিলেন। আবেদনে বলা হয়েছে যে, যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টরা নিখিল গুপ্তকে গ্রেপ্তার করেছে। তাকে সুষ্ঠু বিচার দেয়া হচ্ছে না। জবাবে ভারতের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, তারা এই মামলায় হস্তক্ষেপ করবে না। বিষয়টিতে ব্যবস্থা নেয়ার এখতিয়ার ভারত সরকারের।

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে ফেনীতে/ পঞ্চাশোর্ধ নারী ধর্মান্তরিত হয়ে বিয়ে করলেন ২৫ বছরের যুবককে

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status