খেলা
আগামী মৌসুমে কী নেইমারকে মাঠে পাবে আল হিলাল?
স্পোর্টস ডেস্ক
(৮ মাস আগে) ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ২:১৮ অপরাহ্ন

নেইমার নেই ব্রাজিলের কোপা আমেরিকা দলে। বেশ কিছুদিন ধরে নেই আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টেও। এবার আল হিলালের তরফে শোনা গেলো দুঃসংবাদ। আগামী মৌসুমেও তাকে মাঠে না পেতে পারে আল হিলাল।
চোটে পড়ায় আল হিলালে নিয়মিত হতে পারছেন না নেইমার। ইনজুরি থেকে ফেরার লড়াই যেন থামছে না এই ব্রাজিলিয়ান তারকার। আন্তর্জাতিক ফুটবল, ক্লাব ফুটবল সব জায়গাতেই চোটের কারণে একের পর এক নাম বাদ পড়ছে তার। এবার সৌদি প্রো লীগের নতুন মৌসুমে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের খেলা নিয়ে দুশ্চিন্তার কথা বলেছেন আল হিলাল কোচ।
হাঁটুর চোট থেকে এখনো সেরে উঠতে পারেননি নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে সৌদি প্রো লীগের নতুন মৌসুমের শুরুতে পাওয়া নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আল হিলাল কোচ হোর্হে জেসুস। জেসুস বলেন, ‘আমি যতদূর জানি যে নেইমারকে এমন চোট থেকে সেরে উঠতে ১০ থেকে ১১ মাস লাগবে। সে নতুন মৌসুমের অনুশীলনের জন্য এখনো প্রস্তুত না।’
সৌদি প্রো লীগ সাধারণত আগস্টে শুরু হয়। নেইমার চোটে আক্রান্ত হয়েছেন গত বছরের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে। খেলার ৪৫তম মিনিটে প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে চোটে পড়েন তিনি। স্ট্রেচারে করে তখন মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর লিগামেন্টের অস্ত্রোপচার হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের। হেসুস যে ১০ থেকে ১১ মাস সময়ের কথা বলেছেন, গত বছরের অক্টোবর থেকে হিসাব করলে এ বছরের আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত তার মাঠে ফেরা হচ্ছে না। আগামী মৌসুমে তাকে মাঠে পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
সৌদি ক্লাবটির হয়ে এখন পর্যন্ত খেলতে পেরেছেন মাত্র ৫ ম্যাচ। করেছেন ১ গোল ও ৩ অ্যাসিস্ট। ২০২৩-২৪ মৌসুমে আল হিলাল সৌদি প্রো লীগ জেতার পর নেইমার মাঠে নামার আশাবাদ ব্যক্ত করেছিলেন। কিন্তু আগস্টেও সেরে না উঠতে পারলে আরো একটা মৌসুম হয়তো নাও দেখা যেতে পারে ব্রাজিলিয়ান তারকাকে।