ঢাকা, ১৭ জুন ২০২৪, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ১০ জিলহজ্জ ১৪৪৫ হিঃ

প্রবাস

ফরাসি জাতীয়তা বিষয়ক জাতীয় সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

(৩ সপ্তাহ আগে) ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার, ১১:৩৮ পূর্বাহ্ন

mzamin

ইন্টারভিউ সহজ প্রস্তুতি ও ফরাসি জাতীয়তা আবেদন প্রক্রিয়ার উপর বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার আইসার আয়োজনে প্যারিসের একটি অভিজাত রেস্তোরাঁয় এ সেমিনার অনুষ্ঠিত হয়।

আইসা প্রেসিডেন্ট উবায়েদুল্লাহ কয়েসের পরিচালনায় এতে সভাপতিত্ব করেন তার সহোদর আবদুল্লাহ আল হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ফারুক নেওয়াজ খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরাসি আইনজীবী নিকোলা, ক্যানসার বিশেষজ্ঞ ফরাসি ডাক্তার জামিলু, ফরাসি জাতীয়তা পরামর্শক ফাবিও, পরামর্শক রহিমউল্লাহ, আল আমীন, সাংবাদিক মুহাম্মদ নূরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ মিয়া, সাংবাদিক লুতফুর রহমান বাবু, সাংবাদিক ইকবাল জাফর, কবি লোকমান আহমেদ আপন, সাংবাদিক বাদল, সাংবাদিক সাবুল আহমেদ, সাংবাদিক ফেরদৌস আহমেদ আখুনজী, বিশিষ্ট ব্যবসায়ী শুভ দাস, হোসাইন আহমদ, হাসান ইব্রাহিম মিডিয়া ব্যক্তিত্ব হারুনুর রশিদ প্রমুখ।

সেমিনার বিপুল সংখ্যক বাংলাদেশির পাশাপাশি অন্যান্য কমিউনিটির লোকেরাও উপস্থিত ছিল। সময়ের দাবির প্রেক্ষিতে জাতীয়তা বিষয়ক এই সেমিনারের পাশাপাশি ২য় পর্বে বন্ধ হয়ে যাওয়া ডেলিভারু ও উবের আইডি খুলে দেয়ার কাজটিও সমন্বয় করেন আইসা কর্মীবৃন্দ।

বিশেষজ্ঞ ফরাসি আইনজীবী, বাংলাদেশি বংশোদ্ভূত জাতীয়তা বিষয়ক পরামর্শকদের সমন্বয়ে এই সেমিনার জাতীয়তার এ-টু-জেট উঠে আসে আলোচনায়।

বিশেষ করে ফরাসি স্বেচ্ছাসেবী সংগঠন ইন্ডিপেন্ডেট-এর সহযোগিতায় আইসার তত্ত্বাবধানে আইডি খোলার কাজটি শত শত বাংলাদেশি প্রবাসীদের আয়রোজগারে সহযোগিতার বিষয়টি প্রশংসা অর্জন করে। সবশেষে সকলকে আপ্যায়নের মধ্য দিয়ে এই দীর্ঘ সময়ের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

প্রবাস থেকে আরও পড়ুন

আরও খবর

   

প্রবাস সর্বাধিক পঠিত

কারী লাইফ অ্যাওয়ার্ডস ও গালা ডিনার/ যুক্তরাজ্যের সেরা শেফ ও রেস্টুরেটার্সদের সম্মাননা

১০

নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাব নির্বাচন-২০২৩/ মনোয়ার সভাপতি মোমিন সম্পাদক

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status