প্রবাস
কুয়েতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের ৪র্থ কাউন্সিল অনুষ্ঠিত
ইউসুফ আরফাত, কুয়েত থেকে
(৪ মাস আগে) ৮ মে ২০২৪, বুধবার, ৬:৩১ অপরাহ্ন
এসো এক হয়, অধিকারের কথা কই এই স্লোগানকে ধারণ করে কুয়েতে অনুষ্ঠিত হয়ে গেলো বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ কুয়েত শাখার ৪র্থ কাউন্সিল। মঙ্গলবার (৭ মে) কুয়েত সিটির একটি হোটেল স্থানীয় সময় বিকাল ৪টা থেকে রাত ৯ টা পযর্ন্ত সংগঠনের সদস্যদের নিয়ে চলে এ ভোট গ্রহণ।
ভোট শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার রবিউল হক এতে সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আসাদুল ইসলাম, আনোয়ার হোসেন, হায়দার মিয়া।
নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করে ৭ জন প্রার্থী। ভোট গ্রহণ শেষে ৫১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন মোঃ বিল্লাল পাটোয়ারী, ৩০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন শফিকুল ইসলাম, এবং ৪৬ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন শহিদুল ইসলাম। এসময় ফুল দিয়ে নতুন কমিটির নেতৃবৃন্দকে বরণ করে নেয়া হয়।
নির্বাচন শেষে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে ভার্চুয়ালি বক্তব্য রাখেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা নূরুল হক নূরু, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোঃ কবির হোসেন।
পরে নবনির্বাচিত সভাপতি প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি উপস্থাপন করেন। যেখানে ছিল-
১। প্রবাসে মারা যাওয়া সব বাংলাদেশি নাগরিকের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নিতে হবে।
২। প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র ও ভোটাধিকার চাই।
৩। বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধ চাই।
৪। প্রবাসীদের জন্য যুগপোযোগী দ্বৈত নাগরিকত্ব আইন ও পেনশন সুবিধা চাই।
৫। পাসপোর্ট সংশোধনের সুযোগসহ দালালমুক্ত পাসপোর্ট ও দূতাবাস
৬। প্রবাসী সুরক্ষা আইন প্রণয়ন ও বাস্তবায়ন চাই।
৭। জাতীয় বাজেটে প্রবাসীদের জন্য (৫ শতাংশ) বিশেষ বরাদ্দ চাই।
৮। বিদেশে কাগজপত্র বিহীন প্রবাসীদের বৈধকরণে সরকারের সহযোগিতা চাই।
৯। বিদেশে প্রবাসীদের জন্য পর্যাপ্ত বাংলাদেশি দূতাবাস ও শ্রম কল্যাণ উইং চাই।
১০। অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ ও প্রবাস ফেরতদের কর্মসংস্থান, সুদমুক্ত পর্যাপ্ত ঋণ সুবিধা চাই।