প্রবাস
বিমানে ওঠার আগে কুয়েত প্রবাসীর মৃত্যু
ইউসুফ আরফাত, কুয়েত থেকে
(১০ মাস আগে) ৫ মে ২০২৪, রবিবার, ৩:৪১ অপরাহ্ন

দেশে ফেরার পথে কুয়েত বিমানবন্দরে ইমিগ্রেশন শেষে স্ট্রোক করে দেলোয়ার হোসেন (৬১) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ মে) দেশটির কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
দেলোয়ার হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার এখলাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে মৃত সিদ্দিক উল্লাহর ছেলে। তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক বলে জানানিয়েছেন তার স্ত্রী আকলিমা বেগম।
রোববার দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্টেশন ম্যানেজার মো.শাহজাহান।
শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৪৪ ফ্লাইটে কুয়েত থেকে দেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে ইমিগ্রেশনেষ করে বিমানে উঠার আগ মুহুর্তে ২২ নম্বর গেইটের সামনে তিনি অজ্ঞান হয়ে পড়েন। বিমানবন্দরের মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে আসেলে তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোক মারা গেছেন।
জানা যায়, দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে কুয়েতে ড্রাইভিং পেশায় কর্মরত ছিলেন।