কলকাতা কথকতা
আজ দিল্লি যাচ্ছেন মমতা
মুখ্যমন্ত্রী সম্মেলনে গ্যাসের দাম ৩০০ টাকা কম করার দাবি তুলবেন
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ সপ্তাহ আগে) ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার, ৯:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:৩৫ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী মোদির ডাকা মুখ্যমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আজ শুক্রবার দিল্লি যাচ্ছেন। অক্ষয় তৃতীয়া ও ঈদ এর প্রেক্ষিতে তিনি দ্রুত দিল্লি থেকে ফিরবেন। শনিবারই বৈঠক শেষে কলকাতায় ফিরছেন মমতা। তবে মুখ্যমন্ত্রীদের সম্মেলনে তিনি দাবি তুলবেন রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানোর। কোভিড বৈঠকে প্রধানমন্ত্রী যেভাবে পেট্রোপণ্যের দাম বাড়ার বিষয়টি অবিজেপি রাজ্যগুলির ওপর চাপিয়েছেন তাতে অত্যন্ত রুষ্ট মমতা। সভায় তিনি পেট্রোপণ্যের দাম বাড়িয়ে কেন্দ্রের যে সতেরো লক্ষ তিরিশ হাজার কোটি টাকা মুনাফা হয়েছে তা রাজ্যগুলিকে বন্টন করার দাবিও তুলবেন। তবে, রাহুল গান্ধীর সঙ্গে লিখিতভাবে একযোগে এই দাবি পেশের সম্ভাবনা নেই বলেই জানান মমতা। বলেন, কেন্দ্র কোনও চিঠিরই জবাব দেয় না। তাই চিঠি লেখার কোনও পরিকল্পনা নেই। এই যাত্রায় প্রধানমন্ত্রীর সঙ্গে মমতার পৃথক কোনও বৈঠকও হচ্ছে না।