কলকাতা কথকতা
মমতার মানবিক মুখ, ইউক্রেনফেরত মেডিকেল ছাত্রদের কেন্দ্র পাঠাচ্ছে পোল্যান্ড-হাঙ্গেরিতে, রাজ্য খুলছে মেডিকেল কলেজগুলির দরজা
বিশেষ সংবাদদাতা, কলকাতা
(৩ বছর আগে) ২৯ এপ্রিল ২০২২, শুক্রবার, ৯:১২ পূর্বাহ্ন
ইউক্রেন ফেরত পশ্চিমবঙ্গের ৪২২জন মেডিকেল পড়ুয়াকে তাদের কোর্স শেষ করার জন্য পোল্যান্ড কিংবা হাঙ্গেরি যেতে হবে না, রাজ্যের সরকারি এবং বেসরকারি মেডিকেল কলেজগুলিতে তারা পড়ার সুযোগ পাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই কথা ঘোষণা করে বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে যারা প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রী ছিল তারা বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে। তৃতীয় ও চতুর্থ বর্ষের ছাত্ররা সরকারি মেডিকেল কলেজে ভর্তি হতে পারবে। পঞ্চম ও ফাইনাল বর্ষের ছাত্ররা সরকারি মেডিকেল কলেজে পড়াশোনা ও ইন্টার্নশিপ করতে পারবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই কাজ শুরু হয়ে গেছে বলে ছাত্র-ছাত্রীরা জানান। রাজ্যে কেন্দ্রীয় সরকার সম্প্রতি জানিয়েছে যে, ইউক্রেনে যারা ডাক্তারি পড়তে গিয়েছিল তাদের মেডিকেল কোর্স শেষ করার জন্য পোল্যান্ড ও হাঙ্গেরিতে ব্যবস্থা করা হয়েছে। তারা সেখানে পড়াশোনা শেষ করতে পারবে। মমতা জানান, কেন্দ্র যখন ঘরের ছেলেদের আবার পরবাসী করে দিতে চাইছে, রাজ্য সেখানে ঘরের ছেলে মেয়েদের ঘরেই রাখতে চাইছে। তফাৎ দৃষ্টিভঙ্গির।