ঢাকা, ১২ মে ২০২৪, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

অনলাইন

ইরাকে আইন পাস: সমকামী সম্পর্কে জড়ালে সর্বোচ্চ ১৫ বছরের সাজা

মানবজমিন ডিজিটাল

(২ সপ্তাহ আগে) ২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ৩:৫১ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:০৮ পূর্বাহ্ন

mzamin

এতদিন পর্যন্ত ইরাকের আইনে সমকামিতাকে অপরাধ বলা হয়নি। কেবলমাত্র নৈতিকতার দিকটি আনা হয়েছিল। এবার সমকামী সম্পর্ককে অপরাধের তালিকায় ফেলে একটি আইন পাস করেছে ইরাকের সংসদ। যে আইনে বলা আছে, সমকামী সম্পর্কে জড়ালে হবে সর্বোচ্চ ১৫ বছরের সাজা। ধর্মীয় মূল্যবোধকে রক্ষা করার লক্ষ্যেই এই নয়া আইন আনা হলো। তবে ইরাকের এলজিবিটিকিউ সম্প্রদায়ের মানুষজন এই আইনের তীব্র নিন্দা করেছেন। রয়টার্স বার্তা সংস্থার দেখা আইনের একটি অনুলিপি অনুসারে, আইনটির লক্ষ্য ‘নৈতিক অবক্ষয় এবং বিশ্বে ছড়িয়ে পড়া  সমকামিতার আহ্বান থেকে ইরাকি সমাজকে রক্ষা করা’।

এই আইন মূলত রক্ষণশীল শিয়া মুসলিম দলগুলোর দ্বারা সমর্থিত ছিল যারা ইরাকের পার্লামেন্টে বৃহত্তম জোট গঠন করে। পতিতাবৃত্তি এবং সমকামিতার বিরুদ্ধে এই আইনে কমপক্ষে ১০ বছর এবং সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সেই সাথে সমকামিতা বা পতিতাবৃত্তিকে প্রচার করে এমন কারও জন্য কমপক্ষে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেয়া আছে । কেবলই সমকামী সম্পর্ক নয়, আইনে শাস্তির বিধান রয়েছে রূপান্তরকামীদের জন্যও।

বিজ্ঞাপন
বলা হয়েছে, লিঙ্গ বদলকারী কিংবা ‘নারীদের বেশ ধারণকারী’দের এক থেকে তিন বছরের কারাবাস বা ৭৭০০ ইউরো  জরিমানা হবে। বিলটিতে প্রাথমিকভাবে সমকামী সম্পর্কের জন্য মৃত্যুদণ্ডের বিধান ছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর তীব্র বিরোধিতার পরে পাস হওয়ার আগে এটি সংশোধন করা হয়েছিল।

শনিবার পর্যন্ত, ইরাক সুস্পষ্টভাবে সমকামী যৌনতাকে অপরাধের তালিকায় ফেলেনি, যদিও তার দণ্ডবিধিতে আলগাভাবে সংজ্ঞায়িত নৈতিকতার ধারাগুলো LGBTQ লোকদের লক্ষ্য করার জন্য ব্যবহার করা হয়েছিল। এই সম্প্রদায়ের সদস্যদেরও সশস্ত্র গোষ্ঠী এবং ব্যক্তিদের দ্বারা হত্যা করা হয়েছে।

হিউম্যান রাইটস ওয়াচের এলজিবিটিকিউ রাইটস প্রোগ্রামের ডেপুটি ডিরেক্টর রাশা ইউনেস রয়টার্সকে বলেছেন, ইরাকি পার্লামেন্টে এলজিবিটি বিরোধী আইন পাস করার ঘটনা ইরাকের এলজিবিটিকিউ জনগণের বিরুদ্ধে অধিকার লঙ্ঘনের ভয়াবহ রেকর্ড এবং  মৌলিক মানবাধিকারের ওপর গুরুতর আঘাত। 

এএফপি সংবাদ সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইরাক গবেষক রজাও সালিহিকে উদ্ধৃত করে বলেছে, ‘এলজিবিটিকিউ সম্প্রদায়ের সদস্যদের প্রতি বৈষম্য এবং সহিংসতাকে ইরাক কার্যকরভাবে আইনে পরিণত করেছে। এলজিবিটিকিউ অধিকার সংক্রান্ত সংশোধনীগুলো মৌলিক মানবাধিকারের লঙ্ঘন এবং ইরাকিদের ঝুঁকির মধ্যে ফেলেছে যাদের জীবন ইতিমধ্যেই প্রতিদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

প্রধান ইরাকি দলগুলো বিগত বছরে এলজিবিটিকিউ সম্প্রদায় নিয়ে সমালোচনার সুর চড়িয়েছে, গত বছর শাসক ও বিরোধী রক্ষণশীল শিয়া মুসলিম দল উভয়ের প্রতিবাদে প্রায়শই রংধনু পতাকা পোড়ানো হয়েছিল। আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটা অনুসারে ৬০টিরও বেশি দেশে সমকামী যৌনতাকে অপরাধের চোখে দেখা হয়, ১৩০ টিরও বেশি দেশে সমকামিতা বৈধ।

সূত্র : আলজাজিরা

পাঠকের মতামত

মৃত্যু দন্ড রাখা উচিত ছিল। এরা মানুষ না পশু বরং পশুর চেয়েও নিকৃষ্ট কারণ কোন পশু প্রাণীর মধ্যেও এমন ঘৃণিত প্রবৃত্তি নাই।

নূর মোহাম্মদ এরফান
২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ৯:১১ অপরাহ্ন

.....খুব ভােলো উদ্যোগ। আমাদের দেশেও এধরনের আইন পাশ করা উচিত।

হাবিব, আবুধাবী-ইউএই।
২৮ এপ্রিল ২০২৪, রবিবার, ৬:১৩ অপরাহ্ন

অনলাইন থেকে আরও পড়ুন

আরও খবর

   

অনলাইন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status