ঢাকা, ৬ মে ২০২৪, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শাওয়াল ১৪৪৫ হিঃ

বাংলারজমিন

কানাইঘাটে সাড়া পাচ্ছেন প্রার্থী বেলাল

কানাইঘাট (সিলেট) প্রতিনিধি
২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার
mzamin

আসন্ন কানাইঘাট উপজেলা নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে এবার প্রতিদ্বন্দ্বিতা করার জন্য পাঁচজন প্রার্থী মাঠে তৎপর রয়েছেন। এরমধ্যে রয়েছেন শামসুজ্জামান বাহার, মোস্তাক আহমদ পলাশ, খায়ের উদ্দিন চৌধুরী, আবু মনসুর সাজু সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মাঠে জোরালো প্রচারণা চালিয়ে যাচ্ছেন গ্রাম থেকে গ্রাম ছুটে বেড়াচ্ছেন চেয়ারম্যান পদপ্রার্থী ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী ও ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান বেলাল আহমদ। উপজেলার ৯টি ইউনিয়নে এলাকার সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, আলেম-উলামা যুব ও তরুণ সমাজ সহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা নিয়ে তিনি উপজেলা পরিষদ নির্বাচনে  চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে নির্বাচন সামনে রেখে কানাইঘাটে বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় করেছেন এবং তাদের সমর্থনও পাচ্ছেন। বেলাল আহমদের সঙ্গে কথা হলে তিনি বলেন- জনগণের  ভোটে নির্বাচিত হলে প্রথমে কানাইঘাট উপজেলার গ্রামীণ পাকা-আধাপাকা ও কাঁচা সড়কগুলো ব্যাপক উন্নয়নের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন। কানাইঘাটবাসীর প্রধান সমস্যা নদীভাঙন প্রতিরোধ অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা সহ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ। প্রবাসী অধ্যুষিত কানাইঘাটবাসীর জন্য প্রবাসী সেল গঠনের মাধ্যমে একটি গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে যাতায়াতের জন্য ফ্রি ব্যবস্থাকরণ মানুষের দীর্ঘদিনের দাবি। গ্যাস সংযোগ স্থাপনে মানুষকে ক্রক্যবদ্ব করন কৃষকদের কল্যাণে নানামুখী পরিকল্পনা গ্রহণ মানুষের একমাত্র কর্মসংস্থান লোভাছড়া পাথর কোয়ারি পুনরায় চালুর চেষ্টা করবো। কানাইঘাটের একজন নাগরিক হিসেবে বিভিন্ন সামাজিক সংগঠনে সম্পৃক্ত থেকে সবসময় কানাইঘাটের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। ইমেজ ফাউন্ডেশন এর মতো সেবামূলক সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে উক্ত সংগঠনের মাধ্যমে  দীর্ঘদিন থেকে নানা ধরনের মানবিক কাজ করে যাচ্ছেন।

বিজ্ঞাপন
চেয়ারম্যান প্রার্থী বেলাল আহমদ কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের মইনা গ্রামে। তিনি ঢাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ইমেজ ফাউন্ডেশন গড়ে তুলে মানবিক কার্যক্রম চালিয়ে আসছেন। জালালাবাদ এসোসিয়েশন ঢাকা এবং ঢাকা উত্তরা সিলেট সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন।

বাংলারজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

বাংলারজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status