অনলাইন
স্যালাইন ও পানি বিতরণ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের
স্টাফ রিপোর্টার
(১১ মাস আগে) ২৪ এপ্রিল ২০২৪, বুধবার, ৭:২২ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৭:৪৬ অপরাহ্ন

শ্রমজীবীদের মাঝে খাবার স্যালাইন ও পানি বিতরণ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট মাজার গেটের বাইরে রাস্তায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিএনপি’র ভাইস চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, সাংগঠনিক সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল সহ ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বৈশ্বিক জলবায়ুর পরিবর্তন মোকাবিলা করার জন্য সরকারের কোনো নীতিমালা তথা পরিকল্পনা নেই। উপরন্তু উন্নয়নের নামে সারা দেশের সর্বত্র গ্রাম থেকে শহর পর্যন্ত বৃক্ষ নিধনের উৎসব করছেন ক্ষমতাসীনরা। আজ সারা দেশের ৬৪টি জেলা আইনজীবী সমিতিতে খাবার স্যালাইন ও পানি বিতরণ কর্মসূচি পালন করবে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।