ঢাকা, ৩ মে ২০২৪, শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৩ শাওয়াল ১৪৪৫ হিঃ

খেলা

লরিয়াস অ্যাওয়ার্ড জিতে ফেদেরারের পাশে জোকোভিচ

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৪, বুধবার
mzamin

টেনিস কোর্টে চমৎকার পারফরম্যান্সের জন্য দারুণ এক স্বীকৃতি পেলেন নোভাক জোকোভিচ। রেকর্ড পঞ্চমবারের ক্রীড়াবিশ্বের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জিতেছেন এই সার্বিয়ান টেনিস তারকা। নারী ক্যাটাগরিতে এই পুরস্কার উঠেছে স্পেন ও বার্সেলোনার মিডফিল্ডার আইতানো বনমাতির হাতে। সোমবার রাতে স্পেনের রাজধানী মাদ্রিদে জমকালো লরিয়াস অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ২০২৩ সালের সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়। গত বছর চারটি গ্র্যান্ড স্ল্যামেই অংশ নেন জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন, ফরাসি ওপেন ও ইউএস ওপেন জিতে কিংবদন্তি মার্গারেট কোর্টের ২৪ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করেন তিনি। আর আরেক গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে হন রানার্সআপ। এর আগে লরিয়াসের এই পুরস্কার সর্বোচ্চ পাঁচবার জিতেছিলেন টেনিসের আরেক কিংবদন্তি রজার ফেদেরার। এবার তাকে ছুঁলেন ৩৬ বছর বয়সী জোকোভিচ। ২০২৩ সালটা বনমাতির জন্য স্বপ্নের মতো কেটেছে।

বিজ্ঞাপন
প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ জয়ে রাখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা। জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল। এ ছাড়া বার্সেলোনার হয়ে লীগ শিরোপার পাশাপাশি জেতেন চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ সুপার কাপ। একই দিনে প্রথম ফুটবলার হিসেবে লরিয়াসের ‘ব্রেকথ্রু প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলস্কোরার এই ২০ বছর বয়সী মিডফিল্ডার। বর্ষসেরা দলের পুরস্কার পেয়েছে স্পেন নারী ফুটবল দল। ২০১৫ সালের আগে যে দল কখনো বিশ্বকাপেই খেলেনি। সেই তারাই গত আগস্টে বিশ্বকাপ জিতে হইচই ফেলে দেয়।
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status