অনলাইন
পদ্মায় গোসলে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে
(১১ মাস আগে) ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১:১৭ অপরাহ্ন
রাজশাহীর পবা উপজেলার পদ্মা নদীতে গোসল করতে নেমে তিন কিশোরের মৃত্যু হয়েছে। এসময় ডুবে যাওয়া একজনকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে আরও দুই কিশোর। মৃতরা হলেন, কাটাখালি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাখরাবাজ দক্ষিণপাড়ার যুবরাজ (১৪), নুরুজ্জামান (১৫) ও আরিফ (১৪)। তারা তিনজনই শিক্ষার্থী। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার চরশ্যামপুর এলাকায় পদ্মা নদী থেকে তিন কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা।
তাদের সঙ্গে গোসলে নামা কিশোরদের বরাতে সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, মঙ্গলবার বেলা ১টার দিকে চরশ্যামপুর এলাকায় পদ্মা নদীতে এক সঙ্গে গোসল করতে নামে সাত কিশোর। গোসলের এক পর্যায়ে যুবরাজ পানিতে ডুবে যায়। তখন তাকে বাঁচাতে এগিয়ে যায় নুরুজ্জামান ও আরিফ। এসময় তারা ৩ জনই নদীতে ডুবে যায়। তাদের খোঁজ না পেয়ে স্বজনরা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে ডুবরি দল তল্লাশি শুরু করে। এরপর এক এক করে তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে কিশোরদের লাশ হস্তান্তর করা হয় বলে জানান আবু সামা।