খেলা
আইপিএল নয়, মোস্তাফিজের জন্য চাপ- ‘বাংলাদেশ’
স্পোর্টস রিপোর্টার
২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার
আইপিএল-এ বিরাট কোহলি, রোহিত শর্মা, হেনরিখ ক্লাসেন, ট্রাভিস হেডজস ব্যাট করছেন। বলার অপেক্ষা রাখে না অপরপ্রান্তে থাকা বোলারের জন্য এর চেয়ে কঠিন চ্যালেঞ্জ আর চাপ কী হতে পারে! বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজ খেলছেন আইপিএল-এ, স্বাভাবিকভাবেই এমন বাঘা বাঘা ব্যাটারদের বিপক্ষে বল করা তার জন্য ভীষণ চাপের। কিন্তু টাইগার পেসার শরিফুল ইসলাম জানালেন ভিন্ন তথ্য। আইপিএল নয়, মোস্তাফিজের জন্য বেশি চাপ বাংলাদেশে খেলা। এর কারণটাও ব্যাখ্যা করেছেন এই তরুণ পেসার। গতকাল ঢাকা লীগে আবাহনী-প্রাইম ব্যাংকের ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমার মনে হয় যে, বাংলাদেশের থেকে আইপিএল-এ মোস্তাফিজ ভাই ভালো উপভোগ করেন কারণ ওইখানে চাপটা খুব কম আর কি। বাংলাদেশে হয়তো অনেক চাওয়া থাকে, হয়তো একটু খারাপ হলে অনেক চাপ পড়ে।’ বেশ কিছুদিন থেকেই আইপিএল-এ মোস্তাফিজের খেলা নিয়ে চলছে আলোচনা। চেন্নাই সুপার কিংসের হয়ে ৬ ম্যাচে ১১ উইকেট তুলে নিয়েছেন ফিজ। তবে আগামী মাসের শুরুতেই জিম্বাবুয়ে সিরিজ। তাই ১লা মে আইপিএল’র শেষ ম্যাচ খেলে দেশে ফিরে আসবেন এই পেসার। যদিও অনেকের দাবি ছিল তাকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নয়, আইপিএল’ই খেলতে দেয়া উচিত। এ নিয়ে এখনো চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। অন্যদিকে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে আইপিএল’র মতো এমন তারকাসমৃদ্ধ একটি বিশ্বের অন্যতম সেরা ক্রিকেট লীগে কীভাবে বাংলাদেশের চেয়ে চাপ কম! শরিফুলের কাছে অবশ্য এই উত্তর প্রস্তুত ছিল। তিনি বলেন, ‘উনি তো ধারাবাহিকভাবে পারফর্ম করছেন লাস্ট ২-৩টা ম্যাচ হয়তো আশানুরূপ করতে পারেনি। চাপ বলতে সবার চাওয়াটা একটু বেশি থাকে কারণ লাস্ট কয়েকটা বছর তো উনি খুব ভালো পারফরম্যান্স করছিলেন। উনি ভালো করছেন হয়তো বা সবার চাওয়া অনুযায়ী দুই-একটা ম্যাচ ভালো করতে পারেননি।’ ২০১৫তে বাংলাদেশ ক্রিকেটে মোস্তাফিজের আগমন। এরপর থেকে তিনি হয়ে ওঠেন দেশের সেরা পেসারদের একজন। তবে যতোই দিন গড়িয়েছে তার বোলিংয়ের ধার কমেছে গেল কয়েক বছর ধরেই তার পারফরম্যান্সের গ্রাফটাও হয়েছে নিম্নমুখী। শেষ কয়েক মাসে দেশের হয়ে তার যে পারফরম্যান্স এতে শঙ্কা তৈরি হয়েছিল জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে রাখা হবে তো? তবে আইপিএল-এ দারুণ সময় কাটছে এই পেসারের। এরপর থেকেই ফের তার ফুলতে শুরু করেছে প্রত্যাশার বেলুন। শরিফুলের বক্তব্য অনুযায়ী, ২০১৫তে ফিজ যে ধরনের পারফরম্যান্স দিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। প্রায় এক দশক পর এসেও তার কাছে একই ধরনের প্রত্যাশা রয়েছে ক্রিকেটপ্রেমীদের। যে কারণে বাংলাদেশের হয়ে খেলার সময় বেশি চাপে থাকে। আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল’র এবারের সময়টা দারুণ যাচ্ছে মোস্তাফিজের। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে দলের সেরা পেসার তিনি। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে খেলা মোস্তাফিজের প্রতিটি বল দেখেন এবং ম্যাচের পরদিন তার সঙ্গে কথা বলেন শরিফুল। তিনি বলেন, ‘মোস্তাফিজ ভাইয়ের প্রতিটা বল দেখি এবং ম্যাচের পরের দিন কথা হয়।’ অন্যদিকে মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে দলের চিন্তা কমেছে। তবে শরিফুলের উপরও চাপ বাড়ছে। কারণ দু’জনের কাছ থেকেই থাকবে ক্রিকেটপ্রেমী ও দলের সমান প্রত্যাশা। নিজের পারফরম্যান্স নিয়ে শরিফুল বলেন, ‘অবশ্যই চ্যালেঞ্জ বাড়ছে কিন্তু আমি ওইদিকে চিন্তা করছি না। আমি চিন্তা করছি যেভাবে সেটা কন্টিনিউ করতে চাই ইনশাআল্লাহ্ যদি সুস্থ থাকি।’ ২৮শে এপ্রিল বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। ৩রা মে থেকে চট্টগ্রামে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। জানা গেছে, টানা ১২ ম্যাচ জিতা আবাহনীর হয়ে পরের ম্যাচ না খেলা হতে পারে শরিফুল ও তাসকিন আহমেদের। রাখা হতে পারে বিশ্রামে। এ বিষয়ে শরিফুল বলেন, ‘আমার মনে হয় পরের ম্যাচে তাসকিন ভাই ও আমাকে বিশ্রাম দেয়া হতে পারে। দেখেন, আমি আর তাসকিন ভাই যদি রেস্ট নেই, আমাদের ব্যাকআপ পেস বোলার আছে, তারাও কিন্তু জাতীয় দলে খেলে। তারাও খুব ভালো পেস বোলার। তারা খেললেও আমার মনে হয় না অভাবটা মনে হবে। তারা খেললে আরও ভালো খেলবে আশা করি।’ যদিও সুপার লীগে আর ২ ম্যাচ জিতেই শিরোপা ঘরে তুলবে আবাহনী। তাই প্রথম তিন রাউন্ড খেলেই শরিফুল-তাসকিনদের যেতে হতে পারে চট্টগ্রামে!