বাংলারজমিন
ক্যামেরার জন্য বন্ধুকে হত্যা
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
২১ এপ্রিল ২০২৪, রবিবারগাইবান্ধার সাঘাটায় ঘুমের বড়ি খাইয়ে অচেতন করে বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ সেফটি ট্যাংক থেকে গতকাল ভোরে নিহত যুবকের লাশ উদ্ধার করেছে। এঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহতের বন্ধুকে গ্রেপ্তার করেছে সাঘাটা পুলিশ। সাঘাটা থানা পুলিশ জানায়, সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের বাসিন্দা সম্রাট ও বাটি গ্রামের বাসিন্দা রিফাত পরস্পর দুই বন্ধু। একসঙ্গে চলাফেরা ও পড়ালেখা করতেন। ঈদের পর সম্রাট অর্থসংকটে পড়লে সে ১৫০০ টাকায় তার একটি ক্যামেরা বিক্রি করে তার বন্ধু রিফাতের কাছে।
ঘটনার দিন ১৭ই এপ্রিল টাকা নিয়ে ক্যামেরাটি ফেরত নিতে সম্রাট তার বন্ধু রিফাতের বাড়িতে আসে। রাতে দুজন একসঙ্গে তার বাড়িতে খাওয়া-দাওয়া করে। তারপর পরিকল্পনা অনুযায়ী ক্যামেরা না দেয়ার জন্য সম্রাটকে তার বাড়ির পেছনে ডেকে নিয়ে পেপসির সঙ্গে ৮টি ঘুমের বড়ি মিশিয়ে খাইয়ে দেয়। এসময় সম্রাট অসুস্থ হয়ে পড়ে। তারপর রিফাত ও তার সহযোগীদের নিয়ে অজ্ঞান অবস্থায় সম্রাটকে নিয়ে মতিয়ার রহমানের বাড়ির পেছনে সেফটি ট্যাংকে ফেলে দেয়। এতে তার মৃত্যু হয়। ১৭ই এপ্রিল থেকে সম্রাটকে না পেয়ে তার মা মিনি বেগম বাদী হয়ে সাঘাটা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জড়িত সন্দেহে সম্রাটের বন্ধু রিফাতকে গ্রেপ্তার করে। তার স্বীকারোক্তি অনুযায়ী শুক্রবার রাতে বাটি গ্রামের মতিয়ার রহমানের সেফটি ট্যাংক থেকে নিখোঁজ সম্রাটের লাশ উদ্ধার করে।
পাঠকের মতামত
প্রকাশ্যে অতি দ্রুত সময়ের মধ্যে এই খুনির ফাসি কার্যকর করা হউক।