খেলা
সিটিকে হারিয়ে সুপার লীগে গাজী গ্রুপ
স্পোর্টস ডেস্ক
২০ এপ্রিল ২০২৪, শনিবার
সুপার লীগে উঠতে প্রথম পর্বের শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না গাজী গ্রুপ ক্রিকেটার্সের। হারলেই লিজেন্ডস অফ রূপগঞ্জের সঙ্গে রান রেটের সমীকরণে পড়তে হতো তাদের। এমন ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি করে গাজী গ্রুপকে জয় এনে দেন হাবিবুর রহমান। এর আগে ৩ উইকেট নিয়ে অবদান রাখেন রুয়েল মিয়াও। শেষ পর্যন্ত জিতেই সুপার লীগ নিশ্চিত করে গাজী গ্রুপ। দিনের আরেক ম্যাচে বিকেএসপি তিন নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে তিন উইকেটে হারায় পারটেক্স স্পোর্টিং ক্লাব। টস জিতে আগে ব্যাটিং করে ২৫৯ রান করে রূপগঞ্জ টাইগার্স। জবাবে ৭ উইকেট হারিয়ে ৪৮.৫তম ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় পারটেক্স। সর্বোচ্চ ৭২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন তানভীর হায়দার। গতকাল বিকেএসপির তিন নম্বর মাঠে ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) চলতি আসরে প্রথম পর্বের শেষ ম্যাচে সিটি ক্লাবকে ৮ উইকেটে হারায় গাজী গ্রুপ। এদিন টস হেরে আগে ব্যাটিং করে ১৮০ রান করে সিটি ক্লাব। জবাবে ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে গাজী। ৮১ বলে ১০২ রানের অপরাজিত ইনিংস খেলেন হাবিবুর। লক্ষ্য তাড়ায় এদিন ২২ রানে ওপেনার মেহেদী মারুফকে হারায় গাজী গ্রুপ। এরপর দ্বিতীয় উইকেটে আনিসুল ইসলাম ও হাবিবুর রহমান মিলে গড়েন ১৩১ রানের জুটি। আনিসুল ৬১ রানে আউট হলেও সেঞ্চুরির দেখা পান হাবিবুর। ৮১ বলে ১০ চার ও ৬ ছক্কায় সাজান অপরাজিত ১০২ রানের ইনিংসটিকে। সিটি ক্লাবের হয়ে মঈনুল ইসলাম ৮৬ রানে নেন দুটি উইকেট। এর আগে গাজীর বোলারদের তোপের মুখে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় সিটি ক্লাব। বড় কোনো জুটিই গড়তে পারেনি তারা। দলটির হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন শাহরিয়ার কমল। এছাড়া ৩৭ রান আসে রাফসান আল মাহমুদের ব্যাট থেকে। আর রায়হান রাফসান করেন ২৫ রান। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮০ রান করে সিটি ক্লাব। গাজীর রুয়েল মিয়া ১৯ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া হাবিব মেহেদী, মঈন খান ও আব্দুল গাফফার নেন দুটি করে উইকেট।