অনলাইন
‘ইসফাহান নিরাপদ, পারমাণবিক স্থাপনাকে টার্গেট করার খবর ভুয়া’
মানবজমিন ডেস্ক
(১০ মাস আগে) ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার, ১০:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:১৫ পূর্বাহ্ন
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির একজন সাংবাদিক জানিয়েছেন ইসফাহান শহর নিরাপদে আছে। সেখানে হামলার খবর উড়িয়ে দিয়েছেন তিনি। টেলিগ্রামে পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, একজন রিপোর্টার ইসফাহান শহরের কেন্দ্রস্থলে একটি ভবনের ছাদে দাঁড়িয়ে আছেন। তিনি বলছেন, শহরটি নিরাপদে ও স্বাভাবিক আছে। জনগণ স্বাভাবিক জীবনযাপন করছেন। কয়েক ঘন্টা আগে আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমরা জানতে পেরেছি বেশ কিছু মিনি ড্রোন ইসফাহানের আকাশে উড়ছিল। সেগুলোকে টার্গেট করা হয়েছে। এখন পর্যন্ত প্রাদেশিক কর্তৃপক্ষ আমাদেরকে কোনো তথ্য দেয়নি। কিছু মিডিয়া আউটলেট খবর দিয়েছে যে, ইসফাহানে ইরানের পারমাণবিক স্থাপনাকে টার্গেট করা হয়েছে। আমাদের অনুসন্ধান বলছে, এই খবর ভুয়া। কোন স্থান টার্গেটে পরিণত হয়নি। সূত্র: অনলাইন বিবিসি