বাংলারজমিন
কুমিল্লার মনোহরগঞ্জে গ্লোবাল এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের ঈদ উপহার বিতরণ
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
(১১ মাস আগে) ১০ এপ্রিল ২০২৪, বুধবার, ১:২৫ অপরাহ্ন

কুমিল্লার মনোহরগঞ্জে গ্লোবাল এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ বুধবার উপজেলার বিপুলাসার ইউনিয়নের জাওড়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রিক্রুটিং এজেন্সি গ্লোবাল এমপ্লয়মেন্ট সার্ভিসেস লিমিটেডের চেয়ারম্যান মাঈন উদ্দিন সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আবদুল লতিফ হেলাল, মনোহরগঞ্জ প্রেসকাবের আহ্বায়ক ও সাবেক সভাপতি মোঃ হুমায়ুন কবির মানিক, আওয়ামীলীগ নেতা হাজ্বী কাশেম, ইউপি সদস্য নুরুল ইসলাম খোকন প্রমুখ। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে লুঙ্গি, পাঞ্জাবী ও থ্রি-পিচ বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটির পক্ষ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয় বলেও জানান প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাঈন উদ্দিন সুমন।