ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার, ৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ১৯ শাবান ১৪৪৬ হিঃ

খেলা

আর্জেন্টিনার হয়ে অলিম্পিক খেলতে চান এমি মার্টিনেজ

স্পোর্টস ডেস্ক
৪ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবারmzamin

আগামী জুলাইয়ে প্যারিসে বসবে অলিম্পিকসের এবারের আসর। গ্রেটেস্ট শো অন আর্থে আর্জেন্টিনার হয়ে খেলতে চান বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন দৈনিক মুন্দো আলবিসেলেস্তের খবর, ইতোমধ্যে নিজের ক্লাব অ্যাস্টন ভিলার সঙ্গে অলিম্পিক খেলার ব্যাপারে কথা বলছেন এমি মার্টিনেজ।

আগামী ২৪ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত চলবে অলিম্পিকের ফুটবল টুর্নামেন্ট। বয়সভিত্তিক প্রতিযোগিতা হলেও দলগুলো চাইলেই নির্দিষ্ট সংখ্যক সিনিয়র ফুটবলারকে খেলাতে পারে। সেই সুযোগটাই নিতে চাইছেন আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা, ফিনালিসিমা এবং বিশ্বকাপ জেতা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন দৈনিক ডিস্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি অলিম্পিকে খেলতে উদগ্রীব হয়ে আছি। যদি জাভিয়ের (কোচ মাশচেরানো) চান, তাহলে আমি খেলব।’ আগামী ২০ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে কোপা আমেরিকার এবারের আসর। ১৪ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। লাতিন আমেরিকা এবং ইউরোপের শ্রেষ্ঠত্বের লড়াই শেষে ফের শুরু হবে ক্লাব ফুটবল। সেসময়ে ম্যাচ থাকবে এমি মার্টিনেজের ক্লাব অ্যাস্টন ভিলারও। অলিম্পিক খেলতে হবে অবশ্যই ক্লাবের কাছ থেকে ছুটি নিতে হবে এমির। তিনি বলেন, ‘আমাদের কাছে ক্লাবের আগে জাতীয় দলের খেলা। যদি তারা (ক্লাব) যেতে দিতে না চায়, তাদের বোঝানোর ক্ষমতা আছে আমাদের যে, জাতীয় দল আগে। কুটি (ক্রিস্টিয়ান রোমেরো) এবং ওটাও (নিকোলাস ওটামেন্ডি) অলিম্পিকে খেলতে চায়।’ অলিম্পিক খেলুড়ে দলগুলোর প্রত্যেকে নিজেদের স্কোয়াডে তিনজন করে ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় রাখতে পারে। এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস ওটামেন্ডিদের অলিম্পিক খেলার প্রত্যাশা পূরণ হলে দলে জায়গা হবে না লিওনেল মেসি কিংবা আনহেল ডি মারিয়াদের। আর্জেন্টিনা যুব দলের কোচ হাভিয়ের মাশচেরানো অবশ্য মেসিকে অলিম্পিক খেলতে চাপ দিতে চান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে, বয়স মেসির শরীরের ওপর প্রভাব ফেলতে শুরু করেছে এবং তাকে সময় ব্যবস্থাপনা নিয়েও ভাবতে হচ্ছে। তাকে বিরক্ত করা কিংবা তার ওপর চাপ প্রয়োগ করা আমাদের উদ্দেশ্য না।’
 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status