অনলাইন
প্রধানমন্ত্রীর সঙ্গে রসাটম মহাপরিচালকের সাক্ষাৎ
অনলাইন ডেস্ক
(১১ মাস আগে) ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১:২৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:২০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রসাটমের মহাপরিচালক (ডিজি) অ্যালেক্সি লিখাচেভ। মঙ্গলবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে অংশ নিতে সোমবার ঢাকায় আসেন তিনি। বিশেষ বিমানে রাশিয়া থেকে ঢাকায় পৌঁছানোর পর রসাটমের মহাপরিচালক প্রথমেই যান পাবনার রূপপুরে। সেখানে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণকাজের অগ্রগতি নিয়ে প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। এরপর ঢাকায় ফিরেও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ কাজ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
পাঠকের মতামত
মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা মাফ চাই। আর বিদ্যুত চাই না। বিদ্যুতের নামে যে মহালুন্ঠন হয়েছে, এখন বিদ্যুতের নামে শুনলে ভয় লাগে। আমরা অন্ধকারে থাকতে রাজি আছি।