বাংলারজমিন
সেই ‘মাসুদ’ এখন চট্টগ্রাম বিআরটিএ’র পরিচালক
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
৩১ মার্চ ২০২৪, রবিবার
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় পরিচালকের (ইঞ্জিনিয়ারিং) দায়িত্ব পেয়েছেন মো. মাসুদ আলম। গত ২৫শে মার্চ তিনি দায়িত্ব গ্রহণ করেন। ২০১৭ সালে তাকে উদ্দেশ্য করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এক বক্তব্যের সূত্র ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন ওই কর্মকর্তা। বিষয়টি নিশ্চিত করেছেন চট্ট-মেট্রো ১ এর উপ-পরিচালক (ইঞ্জিনিয়ারিং) সৈয়দ আইনুল হুদা চৌধুরী। তিনি জানান, গত ২৫শে মার্চ বিআরটিএ’র চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন মাসুদ আলম। এর আগে গত ২০২২ সালের ২০শে জুন তিনি খুলনা বিভাগীয় পরিচালক হিসেবে যোগদান করেন। তারপর দুই বছর পর তিনি চট্টগ্রামে আসেন। ২০১৭ সালের ১৮ই জানুয়ারি বিআরটিএ’র মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তখন সেতুমন্ত্রীর কাছে সেবাগ্রহীতারা লাইসেন্স সময়মতো না পাওয়াসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন। বিআরটিএ মিরপুর অফিসের উপ-পরিচালক মাসুদ আলম তখন সেতুমন্ত্রীর পাশেই ছিলেন। সেবাগ্রহীতাদের কাছ থেকে অভিযোগ শুনে সেতুমন্ত্রী মাসুদকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। তোমাকে আমি অনেক সময় দিয়েছি। তুমি ভালো হয়ে যাও। তুমি কি এখানে আবার পুরনো খেলা শুরু করেছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না?’ সেতুমন্ত্রীর এমন বক্তব্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। তখন থেকেই তুমুল আলোচনায় ছিলেন এই কর্মকর্তা।
পাঠকের মতামত
মাসুদের মতো আরও অনেক ভালো মানুষ আছে বিআরটিএর মাঝে বহাল তবিয়তে।সবাই রাম রাজত্বে বসবাস করছে।
মাসুদকে সাথে নিয়ে আবার পরিদর্শনে গিয়ে সেবা গৃহীতাদের মতামত জানতে চাইলেই প্রমাণ হয়ে যাবে।
এতে প্রমাণিত হয় যে, যে যত বড় চোর, তার তত দ্রুত পদোন্নতি
এগুলো কে উপর দিয়ে বকা ঝকা করে,, ভিতর দিয়ে বড় অংকের কমিশন খায়।।।
মাসুদ ভালোর চেয়ে ভালো হয়ে গেছে।
এরা হলো আওয়ামী লীগের খুঁঠি বলতে পারেন।এরা না হলে টেবিলের নিচের টাকা গুলো কোথায় পাবে বড় বড় কর্তারা।এই ভাগ গুলো তো উপরের মহল পযন্ত যায় সেটাতো ওপেন সিক্রেট।
এই কাকুরাই মাসুদদেরকে ভালো হতে দেয় না!
একা তো আর খায়নি, সবাইকে নিয়ে মিলেমিশে ভাগ করে খেয়েছে। তাকে ঠেকানোর সাধ্য কার, ঘুষের রাজ্যে জয় জয়কার।
মাসুদরা কখনই একা হয়ে না , এদেরকে তৈরি করে এই ধরনের নেতারাই যাতে আগামীতে ............... , এই ভাবেই এই দেশ ভাঙ্গা গরুর গাড়ির মতন করে আগাচ্ছে অথচ ভিয়েতনাম , থাইল্যান্ড আজকে কোথায়ে চলে গেছে !!!!!! আর আমাদের এই সোনার বাংলাদেশ আজকে তাদের তুলনায়ে ২০/২৫ বৎসর পিছিয়ে রয়েছে শুধু মাত্র এই সব দল নেতাদের কারণে ।
মন্ত্রীর সামনে প্রাণোচ্ছল হাসিখুশী,সাহসী মাসুদ।প্রমোশন তার প্রাপ্য।
ভবিষ্যতের বিআরটি চেয়ারম্যান হবে
মাসুদরা কখনো ভালো হয়না, কারন ওতো দুর্নিতির টাকা একা হজম করেনা। সবাইকে সিস্টেম অনুসারে দিয়ে থুয়ে খায়।
মাসুদ মনে হয় ভালো হয়ে গেছে কিন্ত কাকু এখনো আগের জায়গায় আছে।