ঢাকা, ৯ এপ্রিল ২০২৫, বুধবার, ২৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

অফিসিয়াল ঘোষণার আগেই রিয়ালের জার্সিতে এমবাপ্পে!

স্পোর্টস ডেস্ক

(১ বছর আগে) ৩০ মার্চ ২০২৪, শনিবার, ২:০৩ অপরাহ্ন

mzamin

মৌসুম শেষে পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। অফিসিয়াল ঘোষণা না আসলেও বিষয়টি এখন ‘ওপেন সিক্রেট’। এরইমধ্যে রিয়াল মাদ্রিদের জার্সিতে এমবাপ্পের ভিডিও ভাইরাল! 

আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। মেয়াদ শেষে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ফরাসি ফরোয়ার্ড। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, আসন্ন ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ শেষে এমবাপ্পের নতুন যাত্রা নিয়ে আসবে অফিসিয়াল ঘোষণা। এমন অবস্থায় রিয়াল মাদ্রিদের ‘থার্ড কিট’ পরিহিত এমবাপ্পের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এক্স প্লাটফর্মে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের কালো রঙয়ের তৃতীয় জার্সি গায়ে পিএসজির জার্সি পরা একটি ছবি ছুড়ে ফেলছেন  এমবাপ্পে। মুহূর্তেই ভাইরাল হয়ে যাওয়া ছবিটি নিয়ে শুরু হয় আলোচনা। 

পিএসজিভিত্তিক গণমাধ্যম ‘পিএসজিপোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়, এমবাপ্পের রিয়াল মাদ্রিদের জার্সি পরা ভিডিওটি সত্য নয়। এটি মূলত আর্টিফিসিয়াল ইন্টিলিজ্যান্স (এআই) প্রযুক্তির মাধ্যমে বানানো একটি ডিপ-ফেইক ভিডিও। 

সম্প্রতি রিয়াল মাদ্রিদ যাত্রা নিয়ে কিলিয়ান এমবাপ্পে বলেন, ‘শিগগির (রিয়াল মাদ্রিদ ইস্যুতে) সকলেই আমার অবস্থান জানতে পারবে। আমি ঠাণ্ডা মাথায় ইউরোয় যেতে চাই। এখনো আমি শান্তই আছি। পিএসজিতে এটি (দলবদলের) আলোচনার কোনো বিষয়ই নয়।’ আগামী ৩০শে জুন এমবাপ্পের সঙ্গে পিএসজির মেয়াদ শেষ হবে। তার আগে ১৪ই জুন শুরু হবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। 

এমবাপ্পে বলেন, ‘পিএসজির কেউই আমার সঙ্গে দলবদলের ব্যাপারে কোনো কথা বলে না। এ নিয়ে কারোর কোনো মাথা ব্যথাও নেই। আমি ইউরোতে ঠাণ্ডা মাথায় যাবো এবং নিজেকে উজাড় করে দেয়ার চেষ্টা করব।’ 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status