প্রথম পাতা
নাচে-গানে ভিসি বরণ তীব্র প্রতিক্রিয়া
স্টাফ রিপোর্টার
২৯ মার্চ ২০২৪, শুক্রবার
পাবলিক বিশ্ববিদ্যালয়ে নিয়ম অনুযায়ী ভিসির মেয়াদ শেষে আরেক ভিসি নিয়োগ পান। সেই হিসেবে ভিসি আসবেন এবং ভিসি যাবেন। ভিসিকে বরণ করার জন্য নাচ-গান বা নৃত্য করার মতো চিত্র একেবারেই ব্যতিক্রম। এই ব্যতিক্রম ঘটনা ঘটেছে বিএসএমএমইউ’র নতুন ভিসি অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হকের দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে। গতকাল ঢাকঢোল বাজিয়ে নৃত্য করে তাকে বরণ করা হয় বিশ্ববিদ্যালয়ে। নাচ-গানের ভিডিও ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। হাসপাতালে রোগীকে সেবা দেয়া থেকে বিরত রেখে নেচে-গেয়ে ভিসি বরণকে ভালোভাবে নেয়নি অনেকে। এছাড়া একটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে শব্দ দূষণের বিষয় নিয়েও প্রশ্ন উঠেছে।
নতুন ভিসির দায়িত্ব গ্রহণকে কেন্দ্র করে তাকে স্বাগত জানাতে প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অপেক্ষা করেন সকাল থেকে। তারা অবস্থান নেন প্রশাসনিক ভবনের নিচতলা, সিঁড়ি ও সামনের ফাঁকা জায়গায়। কে কার আগে স্বাগত জানাবেন, এ নিয়ে রীতিমতো হুড়োহুড়ি শুরু হয়। এর ফলে তৈরি হয় জটলা। ঢাকঢোল বাজাচ্ছিলেন কর্মীদেরই কেউ কেউ।
অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভিসির দায়িত্ব নিয়ে অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক সবার প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দুর্নীতি থেকে দূরে থাকার কথাও বলেছেন। ভিসি বলেন, আমি আপনাদেরই লোক, আমি বঙ্গবন্ধুর লোক, আমি প্রধানমন্ত্রীর লোক। সবাই সহযোগিতা করবেন, ভুল হলে ধরিয়ে দেবেন। তবে কেউ আমাকে পিছু টানবেন না। বিশ্ববিদ্যালয়ের ডা. মিল্টন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমি কোনো দুর্নীতি করবো না। কোনো দুর্নীতিকে প্রশ্রয়ও দেবো না। আমি মানুষ হিসেবে ভুল করতেই পারি, ভুল হলে ধরিয়ে দেবেন। আমার কাজের গতি যেন ত্বরান্বিত হয়, সে ব্যাপারে আমাকে সহযোগিতা করবেন। ডা. দীন মোহাম্মদ বলেন, আমার কাছে সবাই সমান। আমি কারও অন্যায় আবদার শুনবো না। প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছেন। আমার অনেক চ্যালেঞ্জ আছে। আমি মনে করি আপনারা সবাই খুবই ক্যাপাবল। বছরের পর বছর এখানে শ্রম দিয়ে আসছেন। সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমি প্রশাসনিক ক্ষমতা দেখাতে আসিনি, আমি আপনাদের বন্ধু হয়ে কাজ করতে চাই। আপনাদের পাশে থেকে সব সমস্যার সমাধান করবো। চিকিৎসকদের উদ্দেশ্যে নতুন ভিসি বলেন, অর্পিত দায়িত্ব পালন করলেই আমি সবচেয়ে খুশি হবো। অন্যকিছু দিয়ে আমাকে খুশি করা যাবে না। কেউ দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব থেকে সরে যেতে হবে। যিনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারবেন, তিনিই দায়িত্ব নেবেন। দীন মোহাম্মদ বলেন, আমার রুমে এসে অপ্রয়োজনীয় সময় ব্যয় করা আমি পছন্দ করবো না। আপনারা সবাই অনেক কর্মঠ, কাজের মাধ্যমেই আপনাদের সঙ্গে আমার কথা হবে। অনুরোধ করবো আমাকে সবাই সহযোগিতা করবেন। আমি আপনাদের মতোই একজন।
এর আগে কয়েকদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বিদায়ী ভিসিপন্থিদের সঙ্গে উত্তেজনায় জড়ান বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একাংশ। এরমধ্যে শনিবার বিদায়ী ভিসিপন্থি কয়েকজন চিকিৎসককে মারধর ও সিন্ডিকেট সভাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে সভা-সমাবেশ ও যেকোনো বিশৃঙ্খলা এড়াতে বিশ্ববিদ্যালয়ে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।
পাঠকের মতামত
ভিসির পদ নির্দলীয় হলে জনগণের ভালো হতো।
বুঝলাম না। এটা কি মেডিকেল বিশ্ববিদ্যালয় নাকি চারুকলা বিশ্ববিদ্যালয়? বিঃ দ্রঃ ভিসির বক্তব্যে মনে হচ্ছে তিনি আ.লীগের লোক. বিশ্ববিদ্যালয়-এর ভিসির পদটি নির্দলীয় হলে ভালো হতো না?
Who paid for this shameless drama?
তারা মনে হয় সকলে দূর্নীতিপরায়ন,যাহাতে তাদের দূর্নীতির বিষয়ে নতুন ভিসি কোনো প্রকার জিজ্ঞেসাবাদ না করে সেকারণে আগে থেকে ভিসি সাহেবের নেক নজরে আসার চেষ্টা,একটি কথা আছেনা অতি ভক্তি চোরের লক্ষণ।
সেলুকাস!!! কি বিচিত্র এই দেশ!!!
এরা সবাই নিজেকে রাজা মনে করে। আসলেই ত এরা রাজা, এদের কেউ কিছুই করতে পারবে না।
What type of culture is this? Where are we moving to?
ekta muslim raste a dhoroner vc boron sotti dukhojonok. Manus din din islam theke dure sore jacce. allah hedayet korun.
ন্যাকারজনক! লজ্জার! এসব চামচামি ভিসি সাহেবর বুঝা উচিত।
ভুল কাজের মাধ্যমেই তো শুরু হল। বাকি টা আল্লাহই জানে!
এরাও নাকি ডাক্তার? এদের পার্সোনালিটি শূণ্যের কোঠায় চলে গেছে।
দলীয় আনুগত্য যখন যোগ্যতার মূল মাপকাঠি তখন এমনটাই হবার কথা। Shame !
এটা ভিসি বরন না, এটা ছিল প্রাক্তন ভিসির বিদায়ের আনন্দ প্রকাশ।