ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

প্রথম পাতা

আইসিসি’র এলিট প্যানেলে প্রথম বাংলাদেশি

স্পোর্টস রিপোর্টার
২৯ মার্চ ২০২৪, শুক্রবার
mzamin

প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আম্পায়ারদের এলিট প্যানেলে স্থান পেয়েছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। গতকাল পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশত্যাগ করেন বাংলাদেশের সেরা এই আম্পায়ার। তার আগে আইসিসি’র বিবৃতিতে সৈকত বলেন, ‘আইসিসি এলিট প্যানেলে নাম লেখানো খুবই সম্মানের। প্যানেলে আমার দেশ থেকে প্রথম যোগ দেয়া বিষয়টিকে আরও বিশেষ করে তুলেছে এবং আমি আমার প্রতি প্রদর্শিত বিশ্বাসকে সঠিক প্রমাণ করতে উন্মুখ। আমি অনেক বছর ধরেই মোটামুটি অভিজ্ঞতা পেয়েছি এবং আরও চ্যালেঞ্জিং অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুত।’

এক বিবৃতিতে এমন অর্জনের জন্য আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানান- শরফুদ্দৌলা। বলেন, ‘আইসিসি ও বিসিবিকে ধন্যবাদ, আমাকে সমর্থন জোগানোর জন্য। সহায়তা ও নির্দেশনার জন্য আমার অন্য সহকর্মীদেরও ধন্যবাদ। আমার পরিবার ও বন্ধুদেরও ধন্যবাদ দিতে চাই আমাকে সমর্থন দিয়ে যাওয়ার জন্য।’
শরফুদ্দৌলাকে অভিনন্দন জানিয়ে আইসিসি’র প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার হওয়ায় শরফুদ্দৌলাকে অভিনন্দন। বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে এ প্যানেলে আসার অর্জনের স্বীকৃতি দিতে চাই।

বিজ্ঞাপন
অনেক বছর ধরে আন্তর্জাতিক ম্যাচ ও আইসিসি টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য এটি তার প্রাপ্য পুরস্কার।’

আইসিসি মহাব্যবস্থাপক ওয়াসিম খান, সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার, নিউজিল্যান্ডের অবসরপ্রাপ্ত আম্পায়ার টনি হিল এবং পরামর্শক কার্যনির্বাহী বিশেষজ্ঞ মাইক রিলির সমন্বয়ে গঠিত একটি নির্বাচন প্যানেলের সিদ্ধান্তে সৈকতকে এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অফ আম্পায়ার থেকে এলিট প্যানেলে উন্নীত করা হয়।

২০০৭ সালে বরিশাল বিভাগ ও সিলেট বিভাগের মধ্যকার প্রথম শ্রেণির ক্রিকেটে আম্পায়ার হিসেবে ক্যারিয়ার শুরু হয় শরফুদ্দৌলার। আর ২০০৬ সালে আন্তর্জাতিক প্যানেলে ঢুকলেও তার প্রথম আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০১০ সালের জানুয়ারিতে। বাংলাদেশের ১০ম আম্পায়ার হিসেবে মিরপুরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সৈকতের। এখন পর্যন্ত পুরুষদের ১০টি টেস্ট ম্যাচ, ৬৩টি ওয়ানডে এবং ৪৪টি টি-টোয়েন্টি ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে কাজ করেন তিনি। একই সঙ্গে মেয়েদের ১৩টি ওয়ানডে ও ২৮টি  টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন সৈকত। 

২০১৭ ও ২০২১ নারীদের ওয়ানডে বিশ্বকাপের অংশও ছিলেন সৈকত। এছাড়া ২০১৮ সালের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের ভারত বিশ্বকাপে প্রথমবারের মতো পুরুষদের বিশ্বকাপে আম্পায়ারিং করেন বাংলাদেশের এই আম্পায়ার। পুরো বিশ্বকাপে মোট ৫টি ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন। এ ছাড়া আরও তিনটি ম্যাচে টেলিভিশন আম্পায়ার হিসেবে ছিলেন সৈকত। 
আম্পায়ারিংয়ে আসার আগে পেশাদার ক্রিকেটার ছিলেন সৈকত। ১৯৯৪ সালে আইসিসি ট্রফিতে বাংলাদেশের হয়ে খেলেছেন তিনি। যেখানে ৩ ম্যাচে ৬ উইকেট নেন। হংকং, কেনিয়া ও নেদারল্যান্ডস, প্রত্যেক ম্যাচেই জোড়া উইকেট শিকার করেন এই বাঁহাতি স্পিনার।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০টি ম্যাচ খেলেন সৈকত। ঢাকা মেট্রোপলিসের হয়ে যেখানে তার শিকার ৩১ উইকেট। ইনিংসে ৫ উইকেট নেন দুইবার। ৪৫ রান খরচায় ৬ উইকেট সৈকতের সেরা বোলিং ফিগার। ২০০১ সালে পেশাদার খেলোয়াড়ি ক্যারিয়ারে শেষ ম্যাচ খেলেন তিনি।  

একই দিনে ম্যাচ রেফারিদের এলিট প্যানেলে সাত সদস্য থেকে একজন কমিয়েছে আইসিসি। এক্ষেত্রে বাদ পড়েছেন ইংল্যান্ডের ক্রিস ব্রড। ২০০৩ সাল থেকে দায়িত্ব পালন করে আসা ব্রড পরিচালনা করেছেন ১২৩টি টেস্ট, ৩৬১টি ওয়ানডে ও ১৩৫টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

আইসিসি এলিট প্যানেল অফ আম্পায়ার: কুমার ধর্মসেনা (শ্রীলঙ্কা), ক্রিস্টোফার গ্যাফানি (নিউজিল্যান্ড), মাইকেল গফ (ইংল্যান্ড), অ্যাড্রিয়ান হোল্ডস্টক (দক্ষিণ আফ্রিকা), রিচার্ড ইলিংওয়ার্থ (ইংল্যান্ড), রিচার্ড কেটলবরো (ইংল্যান্ড), নিতিন মেনন (ভারত), আহসান রাজা (পাকিস্তান), পল রাইফেল (অস্ট্রেলিয়া), শরফুদ্দৌলা ইবনে শহীদ (বাংলাদেশ), রডনি টাকার (অস্ট্রেলিয়া) এবং জোয়েল উইলসন (ওয়েস্ট ইন্ডিজ)।
এমিরেটস আইসিসি এলিট প্যানেল অফ ম্যাচ রেফারি: ডেভিড বুন (অস্ট্রেলিয়া), জেফ ক্রো (নিউজিল্যান্ড), রঞ্জন মাদুগালে (শ্রীলঙ্কা), অ্যান্ড্রু পাইক্রফট (জিম্বাবুয়ে), রিচি রিচার্ডসন (ওয়েস্ট ইন্ডিজ) এবং জাভাগাল শ্রীনাথ (ভারত)।
 

প্রথম পাতা থেকে আরও পড়ুন

   

প্রথম পাতা সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status