শরীর ও মন
অটিজমের লক্ষণ কী, কোন বয়সে শিশুর কোন আচরণ দেখলে সতর্ক হবেন
ডা. সৈয়দা নাফিসা ইসলাম
২৮ মার্চ ২০২৪, বৃহস্পতিবারবর্তমানে বাংলাদেশে অটিজমে আক্রান্ত শিশুর সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অনেক পিতা-মাতা জানেই না তাদের শিশু অটিজমে আক্রান্ত। তাই জন্মের পর শিশুর শারীরিক বিকাশের পাশাপাশি মানসিক বিকাশে যত্ন নেয়া জরুরি। অযত্ন আর অবহেলায় কিংবা খামখেয়ালিতে শিশুর সমস্যা চিহ্নিত করতে দেরি করা উচিত নয়। ফলত আপনাদের অজান্তেই শিশুর মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। আপনাদের আদরের শিশু অটিজমে আক্রান্ত কিনা তা জেনে রাখা খুবই প্রয়োজন। সহজ কথায় অটিজম হলো শিশুর মস্তিষ্কের বিকাশজনিত সমস্যা। একটি শিশুর জন্মের ৩ বছরের মধ্যে অটিজমের লক্ষণ প্রকাশ পায়। প্রথম ১৮ মাস বয়স পর্যন্ত এটা বোঝা যায় না। ১৮ মাসের পর থেকে ৩ বছর বয়সের মধ্যে একটা শিশুর মধ্যে কিছু লক্ষণ দেখা যায়।
যেমন- ১. শিশু অন্য বাচ্চাদের সঙ্গে সামাজিক মেলামেশা করতে চায় না।
২. নিজের মতো করে চলতে চায়।
৩. এই শিশুরা মায়ের সঙ্গে বা অন্যদের সঙ্গে হয় কথাবার্তা বলে না প্রথম থেকে, অথবা বললেও ১৮ মাস বয়সে এসে কথা বলা কমে যেতে থাকে।
৪. অন্যের সঙ্গে কথা কমে যাওয়ার পাশাপাশি নিজে নিজে কথা বলা শুরু করে শিশুটি। কথাবার্তা বলার অর্থ একজন বলবে আরেকজন শুনবে, আবার আরেকজন বলবে এই রকম। কিন্তু অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের মধ্যে এই ধরনের কথাবার্তা থাকে না।
মনে রাখবেন রোগ যাই হোক না কেন, চিকিৎসা করলে তা নিয়ন্ত্রণে থাকে। তাই রোগ ধরা পড়লে নিয়মিত ডাক্তারের ফলোআপ থাকা উচিৎ। কিন্ত ওষুধ আছে । দীর্ঘমেয়াদি চিকিৎসা লাগতে পারে। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করা যাবে না।
লেখক: কনসালটেন্ট, শিশু বিভাগ, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল।
চেম্বার: (১) ডা. নাফিসা’স চাইল্ড কেয়ার শাহ্ মখ্দুম, রাজশাহী। (২) আমানা হাসপাতাল, ঝাউতলী মোড়, লক্ষ্মীপুর, রাজশাহী। মোবাইল-০১৯৮৪-১৪৯০৪৯।