ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

বিশ্বজমিন

কেজরিওয়াল ইস্যুতে মার্কিন মন্তব্যের কড়া প্রতিক্রিয়া ভারতের

মানবজমিন ডেস্ক

(১ মাস আগে) ২৭ মার্চ ২০২৪, বুধবার, ৬:০০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১২:১৬ পূর্বাহ্ন

mzamin

দিল্লির মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার ইস্যুতে মার্কিন শীর্ষ কূটনীতিককে ডেকে কড়া প্রতিবাদ জানিয়েছে ভারত। যুক্তরাষ্ট্র জানিয়েছিল যে, তারা কেজরিওয়ালের গ্রেপ্তারির দিকে নজর রাখছে। এতেই ক্ষুব্ধ হয়েছে নয়া দিল্লি। বুধবার দুপুরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয় দিল্লিতে অবস্থিত মার্কিন দূতাবাসের অন্তর্বর্তীকালীন উপ-প্রধান গ্লোরিয়া বারবেনাকে। 
বিবিসি জানিয়েছে, প্রায় ৪০ মিনিট পররাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন বারবেনা। তার প্রস্থানের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যেভাবে ভারতের একটি আইনি কার্যক্রম নিয়ে মন্তব্য করেছেন, তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। রাষ্ট্রগুলি একে অন্যের সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ বিষয়গুলির প্রতি সম্মান দেখাবে, এটাই কূটনীতিতে আশা করা হয়। বন্ধুত্বপূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থার ক্ষেত্রে এই দায়িত্বটা আরও বেশি। এর অন্যথা হলে অস্বাস্থ্যকর উদাহরণ তৈরি হয়ে যেতে পারে। ভারতের আইনি ব্যবস্থাকে অপবাদ দেয়া সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত।
এর আগে জার্মানিও অরভিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে মন্তব্য করায় ক্ষুব্ধ ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জার্মান দূতাবাসের উপ-প্রধানকে ডেকে এনে বলা হয়, এ ধরনের মন্তব্যকে আমাদের আইনি প্রক্রিয়ায় হস্তক্ষেপ এবং আমাদের বিচারব্যবস্থার স্বাধীনতাকে খাটো করার প্রচেষ্টা হিসাবে দেখছি আমরা।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্রও জার্মানির পথ অনুসরণ করেন।

বিজ্ঞাপন
তিনি এক প্রশ্নের জবাবে বলেন, মুখ্যমন্ত্রী কেজরিওয়াল যাতে সময়-মতো ন্যায্য ও স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যান, সেটাই কাম্য। এরপর জার্মানির ন্যায় যুক্তরাষ্ট্রের মন্তব্যেরও প্রতিবাদ জানালো ভারত।
বিবিসির রিপোর্টে বলা হয়, ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানি – দুই দেশেরই সুসম্পর্ক আছে। বিশেষ করে চীনের ক্রমবর্ধমান বিশ্বশক্তি হয়ে ওঠার প্রেক্ষিতে ভারত-মার্কিন সম্পর্কের কৌশলগত গুরুত্ব বেড়েছে। তার ওপরে ভারতে লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এমন একটা সময়ে বন্ধু রাষ্ট্র্রের অভ্যন্তরীণ বিষয় অরভিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার নিয়ে কেন যুক্তরাষ্ট্র মন্তব্য করল, তা অনেককে অবাক করেছে। 
 

পাঠকের মতামত

ভারতের কারণে কি আমেরিকা বিশ্বে গনতান্ত্রিক প্রক্রিয়া থেকে পিছু হটবে ? এমন হলে সারা বিশ্বে একনায়কতন্ত্র কায়েম হবে।

নাই
২৭ মার্চ ২০২৪, বুধবার, ৭:৩৭ অপরাহ্ন

America এখনও ভারতের নিকট থেকে শিক্ষা নিতে পারে নাই, এটা ওদের কেমন মুর্খতা!!! বাংলাদেশে হাজার হাজার গুম, বিচার ছাড়া হত্যা, লাখ লাখ গায়েবী মামলা, কোটি কোটি আসামি, নির্বাচনের আগে হাজার হাজার বিরোধী নেতা কর্মীদের জেল, জুলুম, শপথবদ্ধ রাজনীতিবিদদের দ্বারা সাজা দেওয়া, কোটি কোটি বিরোধীদের ঘর ছাড়া করার পরও ভারত এ সব নিয়ে কিছুই বলছেনা। তা হলে America কেন মাত্র এক জন কেজিরওয়ালকে ধরতে না ধরতেই নাক গলাবে? America র কবে শিক্ষা হবে বুঝিনা। আল্লাহ তুমি আমারে তাড়া তাড়ি বুঝ দাও।

বোদাই
২৭ মার্চ ২০২৪, বুধবার, ৭:১৬ অপরাহ্ন

বিশ্বজমিন থেকে আরও পড়ুন

আরও খবর

   

বিশ্বজমিন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status