অনলাইন
৫ বছর প্রেমের পর বিয়ে ভাঙলো ভারত-পাক সমকামী যুগলের
মানবজমিন ডিজিটাল
(১১ মাস আগে) ২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার, ৪:৩১ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:২৫ অপরাহ্ন

ভারতের সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার অঞ্জলি চক্র এবং পাকিস্তানের সুফি মালিক তাদের সম্পর্কের সমাপ্তি ঘোষণা করেছেন। উভয়েই থাকেন আমেরিকায়। সপ্তাহান্তে এই সমকামী যুগলের বিয়ে হবার কথা ছিল। দক্ষিণ এশীয় সংস্কৃতির প্রাণবন্ত উদযাপনের জন্য ২০১৯ সালে ভাইরাল হওয়া এই যুগল, ইনস্টাগ্রামে তাদের বিচ্ছেদের খবর ভাগ করেছেন। কারণ হিসাবে সুফির পক্ষ থেকে বিশ্বাসভঙ্গের অভিযোগ তুলেছেন অঞ্জলি। দেশ -সীমানার গন্ডি অতিক্রম করে অঞ্জলি এবং সুফির যাত্রা শুরু হয়েছিল পাঁচ বছর আগে, তারা সাংস্কৃতিক নিয়মের তোয়াক্কা না করে একসঙ্গে পথ চলার অঙ্গীকার করেন। বিচ্ছেদের এক বছর আগে তার বাগদান পর্ব সম্পন্ন হয়েছিল, যা একটি রূপকথার গল্পের চেয়ে কোনো অংশে কম ছিল না।
সুফি নিউ ইয়র্কের আইকনিক এম্পায়ার স্টেট বিল্ডিং-এ অঞ্জলিকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, এই রঙিন মুহূর্তটি তারা আনন্দের সাথে তাদের অনুগামীদের সাথে একটি ভিডিও পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলেন। কিন্তু সুখের স্বপ্নটি হঠাৎ ভেঙে যায় যখন সুফি তাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে অঞ্জলির সাথে প্রতারণার কথা স্বীকার করে। সুফি তার ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, আমাদের বিয়ের কয়েক সপ্তাহ আগে আমি তার (অঞ্জলি) সাথে প্রতারণা করে ভুল করেছি। আমি তাকে ভীষণভাবে আঘাত করেছি । আমি আমার ভুল স্বীকার করছি।
অঞ্জলিও তার মনের কথা শেয়ার করে লিখেছেন, এটি আমার কাছে বিশাল একটি ধাক্কা। এরপর থেকে আমাদের চলার পথ বদলে যাচ্ছে। আমরা আমাদের বিবাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি এবং সুফির বিশ্বাসঘাতকতার কারণে আমাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।
মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলিম-হিন্দু সমকামী যুগল সুফি মালিক এবং অঞ্জলি চক্র, ২০১৯ সালে তাদের রোম্যান্টিক ফটোশুটের জন্য ভাইরাল হয়েছিলেন। যা ঝড় তুলেছিল দুই দেশের সোশ্যাল মিডিয়ায়। দুজনের ধর্ম আলাদা, দেশ আলাদা, সে-সব বাধা হয়ে দাঁড়ায়নি এই সমকামী যুগলের প্রেমে। আজীবন পরস্পরের হাত ধরার কথা বলেছিলেন দুজনে। কিন্তু পাঁচ বছরেই ফুরালো প্রেম!
সূত্র : ইন্ডিয়া টুডে
পাঠকের মতামত
সমকামিতা হলো আধুনিক যুগের সবচেয়ে নির্বোধ সংস্করণ।
Kind of disorder absolute.
এরা দুজনেই মানসিক ভাবে অসুস্থ, বিকৃত রুচির মানুষ। এদের উন্নত চিকিৎসা দরকার.......চিকিৎসা দিয়ে ভালোভাবে দুই ছেলের সেজে বিয়ে দেওয়া উচিৎ রাষ্ট্রীয়ভাবে। তখন বুঝবে এরা নারী হওয়ার সার্থকতা ?? কিভাবে ভালো স্ত্রী, ভালো মা হওয়া যায়.......
এই দুইজন কে, দুই ছেলের সঙ্গে বিয়ে দিলে বুঝতে পারবে কোন জগৎ কেমন।
ফালতু খবর।
.....এ খবরগুলো নিউজ আকারে ছাপিয়ে 'এঅন্ধকারাচ্ছন্ন কুসংস্কার' প্রমোঢ় করছেন নাতো। যাতে এদেশে এ অন্ধাকারাচ্ছন্ন চেয়ে যায়।
আস্তাগফিরুল্লা মিন জালিক। আল্লাহ্ তাদের হেদায়েত দান করুক।
জাহান্নামে যা শয়তানরা । তোরা মানবতার কলঙ্ক ।
লক্ষ্য করুন, এই প্রতিবেদক বিষয়টাকে কত স্বাভাবিক ভেবে নিয়েছে। এটা ভয়ঙ্কর।
Allah is Gaffar( merciful) . So come to Allah.
জাউরামি যারে কয় আর কি!
সমকামী? বিয়ে? বিচ্ছেদ? পাক-ভারত? হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা