ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শাওয়াল ১৪৪৫ হিঃ

শরীর ও মন

বডি হেয়ার ট্রান্সপ্লান্ট

অধ্যাপক ডা. এস এম বখতিয়ার কামাল
২৬ মার্চ ২০২৪, মঙ্গলবার
mzamin

আধুনিক চিকিৎসা বিজ্ঞানে বডি হেয়ার ট্রান্সপ্লান্ট একটি নতুন সংযোজন। যাদের Donor Area অর্থাৎ মাথার পেছন ও সাইডে চুল খুবই কম থাকে তাদের জন্য বডি হেয়ার ট্রান্সপ্লান্ট  একটি স্থায়ী সমাধান। যাদের উonor Area অর্থাৎ মাথার পেছন ও সাইডে চুল খুবই কম থাকে, ফলে মাথার  পেছন ও সাইড থেকে চুল আনা সম্ভব হয় না; তাদের ক্ষেত্রে বুক, দাড়ি, বগল ও বডির অন্যান্য জায়গা থেকে FUE (Follicular Unit Extraction) পদ্ধতিতে ১টি করে চুল গোড়াসহ এনে টাক জায়গায় স্কিন ফুটা করে ঢুকিয়ে দিতে হয়। এই পদ্ধতিকে বডি হেয়ার ট্রান্সপ্লান্ট বলে।
FUE (Gd BD B) ফলিকুলার ইউনিট এ্যাক্সট্রাশন এই পদ্ধতিতে বুক, দাড়ি, বগল ও বডির অন্যান্য জায়গা থেকে ০১টি করে চুল তুলে আনা হয় তারপর চুল বোনা হয়। যা শুকাতে দু’দিন সময় লাগে। মাথা সেভ (চুল কামাতে) হয় না । ১০ ঘণ্টায় ১০০০ চুল লাগানো যায় বা দিনে সর্বোচ্চ ১০০০ চুল লাগানো সম্ভব।  সেলাই করতে হয় না, খুব অল্প ব্যথা ও কোনো দাগ থাকে না। ছোট এরিয়ায় ট্রান্সপ্লান্টের জন্য এই পদ্ধতি খুবই উপযোগী।

লেখক: হেয়ার  ট্রান্সপ্লান্ট ও ডার্মাটোসার্জন। চেম্বার: কামাল হেয়ার অ্যান্ড স্কিন সেন্টার।
গ্রীন রোড, ফার্মগেট ঢাকা।

বিজ্ঞাপন
প্রয়োজনে- ০১৭১১৪৪০৫৫৮

 

শরীর ও মন থেকে আরও পড়ুন

   

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status