ঢাকা, ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ, ৩ শাওয়াল ১৪৪৬ হিঃ

খেলা

সৌম্যের কনকাশন নিয়ে সন্দেহ শ্রীলঙ্কার

স্পোর্টস ডেস্ক
২০ মার্চ ২০২৪, বুধবারmzamin

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় আহত হন বাংলাদেশি ওপেনার সৌম্য সরকার। তার জায়গায় কনকাশন হিসেবে ব্যাটিং করেন তানজিদ হাসান তামিম। তবে ম্যাচ শেষে এই কনকাশন বদলির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে শ্রীলঙ্কা। 
শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ৪৯তম ওভারের শেষ বলে বাউন্ডারি আটকাতে গিয়ে চোট পান সৌম্য। টেলিভিশন রিপ্লে দেখে চোটটা শুধু হাঁটুতেই মনে হচ্ছিল। ডাইভ দেয়ার পর বিজ্ঞাপন বোর্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ব্যথায় কাতরাতে দেখা যায় তাকে। এরপর তার বদলি হিসেবে তামিমকে পাঠালে বিস্ময় প্রকাশ করেন লঙ্কান ক্রিকেটাররা। দুই আম্পায়ার শরফুদ্দৌলা ও তানভীর আহমেদের সঙ্গে কথা বলতে দেখা যায় তাদের। আর সুযোগ পেয়েই বাজিমাত করা তামিম খেলেন ৮৪ রানের ইনিংস। এরপর রিশাদ হোসেনের ১৮ বলে ৪৮ রানের ঝড়ে লঙ্কানদের হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লঙ্কানদের সহকারী কোচ নাভিদ নেওয়াজ সৌম্যের কনকাশন বদলি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ‘আমরা বদলি দেখে বিস্মিত হয়েছি। কারণ, আমরা ফুটেজ দেখেছিলাম। তাকে ডাইভ দিতে দেখেছিলাম। যাই হোক না কেন, এমন কিছুর সঙ্গে তার সংঘর্ষ হয়েছে বলে ওই ঘটনার সময় মনে হয়নি।’ সাধারণত নিয়ম অনুযায়ী মাথা ও ঘাড়ে আঘাত পেলেই কেবল কনকাশন বদলি নেয়া যায়। এ প্রসঙ্গে দেয়া এক বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বিসিবি ফিজিও বায়েজিদ ইসলামের বরাত দিয়ে জানায়, সৌম্য’র মাথা আঘাত লেগেছে মাটিতে। ঘাড়ে জড়তা অনুভব করাসহ মাথাব্যথা এবং দৃষ্টির সমস্যার কথাও বলেন তিনি। এ ছাড়া আঘাত পেয়েছেন হাঁটুতেও। এ অবস্থায় কনকাশন বদলির আবেদন করলে সেটি অনুমোদন করেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। তবে বিস্মিত হলেও আইসিসির নিয়ম মেনে নেয় শ্রীলঙ্কা। নাভিদ নেওয়াজ এ বিষয়ে বলেন, ‘আমাদের অবশ্যই ম্যাচ অফিশিয়ালদের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে, যেটি আইসিসি’র কোড অব কন্ডাক্ট এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত। আমি নিশ্চিত কিছু নির্দিষ্ট নিয়ম আছে ক্রিকেট খেলায় এবং আমি মনে করি আমাদের নিয়ম মেনে চলতে হবে।’

 

খেলা থেকে আরও পড়ুন

খেলা সর্বাধিক পঠিত

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status