ঢাকা, ৯ মে ২০২৪, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ শাওয়াল ১৪৪৫ হিঃ

শরীর ও মন

গোপন স্থানে চুলকানি হলে করণীয়

ডা. দিদারুল আহসান
১১ মার্চ ২০২৪, সোমবার

পুরুষের নিম্নাঙ্গের নানা স্থানে বিভিন্ন সময় তীব্র চুলকানি দেখা দেয়। এটি খেলাধুলা, কর্মক্ষেত্রে,  সামাজিক অনুষ্ঠানের মাঝে এমনকি পরিবারের সকলের সামনেও হতে পারে। যা খুবই বিরক্তিকর ও  অনেক সময় এই সমস্যা নিয়ে ভোগান্তিও পোহাতে হয়। এর পেছনে কোনো নির্দিষ্ট 
জীবাণু  দায়ী  বলে মনে করা হয়।  এ ছাড়া আরও কিছু কারণও রয়েছে। ব্যাকটেরিয়া ছাড়াও আরও যেসব কারণসমূহকে দায়ী করা হয় তাহলো-

- ছত্রাকের আক্রমণ
- ট্রাইকোমোনিয়াসিস প্যারাসাইট-এর আক্রমণ
-  এ ছাড়াও যৌনাঙ্গে উকুন, খোসপাঁচড়া ও মাইকোপ্লাজমা জেনেটালিয়ামের সংক্রমণ হলে নিম্নাঙ্গে চুলকানি হতে পারে।
- কিছু যৌনরোগ যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস ইত্যাদির কারণে যৌনাঙ্গে চুলকানি হতে পারে।
- বিভিন্ন বিরক্তিকর পদার্থ যেমন কোনো কোনো ডিটারজেন্ট, কেমিক্যাল, সুগন্ধিযুক্ত সাবান, রঙ ওয়ালা টিস্যুপেপার, ফেমিনিন হাইজেনিক স্প্রে, ডুশ ইত্যাদি ব্যবহার করলেও চুলকানি হতে পারে।
- ডায়াবেটিস, রেনাল ডিজিজ, একজিমা ও রক্তে কোনো রোগ থাকলে ও অন্যান্য কোনো রোগ থাকলেও যৌনাঙ্গে চুলকানি হয়।
- আঁটো পোশাক ও যৌনাঙ্গ সবসময় গরম ও আর্দ্র রাখলে।
- অপরিষ্কার থাকলে।

প্রতিকার
- ছত্রাকের বা ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে, চিকিৎসকের পরামর্শ নিয়ে এন্টিফাংগাল বা অ্যান্টিবায়োটিক ড্রাগস খেতে হয়। এ ছাড়া অন্যান্য ক্ষেত্রে কারণ নির্ণয় করে সে অনুযায়ী সমাধান করতে হবে। এ ছাড়া প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে যেন তা আর না হয়।

প্রতিরোধের উপায়
-  সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখবেন। রঙিন ও বেশি সুগন্ধিযুক্ত টয়লেট টিস্যু ও সাবান ব্যবহার করবেন না।
- প্রয়োজন ছাড়া ফেমিনিন হাইজিন স্প্রে ও ডুশ ব্যবহার করবেন না।
- ভেজা কাপড় পরে বেশিক্ষণ থাকবেন না। গোসল বা ব্যায়ামের পর যত তাড়াতাড়ি সম্ভব ভেজা কাপড়টি পাল্টে নেবেন।
- সুইমিং পুলে সাঁতার কাটেন তাদের ক্লোরিনের কারণেও চুলকানি হতে পারে।
- দই খান, এতে ল্যাকটোব্যাসিলাস নামক উপকারী ব্যাকটেরিয়া থাকে।
- সুতির কাপড় দিয়ে তৈরি অন্তর্বাস পরুন।
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন।
- ওজন কমান।
- নিয়মিত গোসল করুন।

অন্তর্বাস নিয়মিত রোদে শুকাতে হবে, যাতে ব্যাকটেরিয়া মুক্ত হয়।
যারা এই সমস্যায় প্রতিনিয়ত ভুগে থাকেন তাদেরকে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ দেখাতে হবে এবং অনেক সময় বিভ্রান্তকর পরিস্থিতি এড়াতে এর স্থায়ী সমস্যার সমাধান করা উচিত।

 

লেখক: চর্ম, অ্যালার্জি ও যৌন বিশেষজ্ঞ,
আল-রাজী হাসপাতাল প্রাইভেট লিমিটেড।
১২, ফার্মগেট, ঢাকা।
ফোন: ০১৭১৫-৬১৬২০০
 

বিজ্ঞাপন

শরীর ও মন থেকে আরও পড়ুন

   

শরীর ও মন সর্বাধিক পঠিত

Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status